Asia Cup 2023

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেল ভারতীয় দল, কলম্বোতে খোশমেজাজে রোহিতেরা

আগামী শনিবার এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে ভারত। তার আগে শ্রীলঙ্কায় পৌঁছে গেলেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৩ ১৫:৫১
India team

কলম্বো বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটারেরা। ছবি: টুইটার

এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। বুধবার কলম্বোতে পৌঁছন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। বিমানবন্দরে নেমে সোজা হোটেলে পৌঁছে যান ভারতীয় ক্রিকেটারেরা। এশিয়া কাপে নামার আগে খোশমেজাজেই দেখা গেল বিরাট, রোহিতদের।

Advertisement

এ বারের এশিয়া কাপের আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ভারত আগেই জানিয়ে দিয়েছিল পাকিস্তানে খেলতে যাবে না তারা। অন্য দেশে এশিয়া কাপ আয়োজনের দাবি জানায় বিসিসিআই। এ দিকে পাকিস্তানও নিজেদের দেশে এশিয়া কাপ আয়োজনের জন্য চাপ দিচ্ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের উপর। অবশেষে দু’দেশেরই দাবি মেনে এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানায়, পাকিস্তানই আয়োজক দেশ থাকবে। তবে ভারত তাদের সব খেলা শ্রীলঙ্কায় খেলবে। সেখানেই বাকি সব দেশকে ভারতের বিরুদ্ধে খেলতে হবে। ফাইনালও হবে শ্রীলঙ্কায়।

ভারত এশিয়া কাপের প্রথম ম্যাচ খেলবে শনিবার। প্রতিপক্ষ পাকিস্তান। এই ম্যাচের দিকেই নজর রয়েছে সবার। শেষ বার গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে বিরাট কোহলির ব্যাটে পাকিস্তানকে হারায় ভারত। বিশ্বকাপের আগে পাকিস্তানকে হারিয়ে নিজেদের মনোবল বাড়িয়ে নিতে চাইছেন রোহিতেরা।

এশিয়া কাপে নামার আগে বিশ্বের এক নম্বর দেশ হয়েছে পাকিস্তান। তাই বাবর আজ়মদের আত্মবিশ্বাসও ভাল জায়গায় রয়েছে। ভারতের মাটিতে এক দিনের বিশ্বকাপে তারাও ভারতকে হারাতে চাইছে। তাই ভারতের লড়াই কঠিন। শ্রীলঙ্কায় নেমে সেই লড়াইয়ের প্রস্তুতি শুরু করবেন রোহিত, বিরাটেরা।

Advertisement
আরও পড়ুন