ঈশান কিশন। ফাইল ছবি
গত সোমবার ঘোষণা হয়েছে ভারতের এশিয়া কাপের দল। সেই দলে ঠাঁই হয়নি ওপেনার ঈশান কিশনের। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও প্রথম একাদশে সুযোগ পাননি। তাঁর বদলে ওপেনার হিসাবে সূর্যকুমার যাদবকে ব্যবহার করা হয়েছে। ভারতীয় দলে কিশনের ভূমিকা কি তা হলে শেষ হতে চলল?
এই প্রশ্নের উত্তর এখনও অজানা থাকলেও নির্বাচকদের সিদ্ধান্তকে ঘুরিয়ে কটাক্ষ করতে ছাড়েননি কিশন। ভারতীয় গায়ক বেলার ‘হাম্বল পোয়েট’ গানের কয়েকটি লাইন পোস্ট করেছেন তিনি, যার মর্মার্থ, ‘ব্যথা লাগলেও কখনও নিজেকে বদলে ফেলো না। যদি কেউ তোমাকে নরম ভাবে, তা হলে আগুন হয়ে সামনে এসো।’
ঘটনাচক্রে, আইপিএলের সবচেয়ে দামি ক্রিকেটার কিশন। এ বারের নিলামে তাঁকে সাড়ে ১৫ কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। মুম্বই প্লে-অফে উঠতে না পারলেও ১৪ ইনিংসে ৪১৮ রান করেন কিশন। জুনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে খেলেছেন তিনি। দু’টি অর্ধশতরানও করেন।
তবে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাঁকে গুরুত্বই দেওয়া হয়নি। মাত্র দু’টি ম্যাচে খেলার সুযোগ পান। শেষ ছ’টি ইনিংসে মাত্র ৬৫ রান করেছেন তিনি।