T20 World Cup 2024

আইপিএলের মাঝেই বেছে নেওয়া হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দল

আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলে কারা সুযোগ পাবেন তা নিয়ে জল্পনা চলছে। এর মাঝেই জানা গেল, কবে ভারতের দল ঘোষণা হতে পারে। সেই সম্ভাবনা কবে?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ মার্চ ২০২৪ ১৮:২২
cricket

ভারতীয় দল। — ফাইল চিত্র।

আইপিএল শেষ হলেই শুরু হয়ে যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই দলে কারা সুযোগ পাবেন তা নিয়ে জল্পনা চলছে। এর মাঝেই জানা গেল, এপ্রিলের শেষ সপ্তাহে ভারতের দল ঘোষণা হতে পারে। আইসিসি-র কাছে দল পাঠানোর শেষ তারিখ ১ মে। তার আগেই ঘোষণা করা হবে দল। তবে ২৫ মে পর্যন্ত দলে বদল করা যাবে।

Advertisement

বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, “এপ্রিলের শেষ সপ্তাহের কোনও একটা সময় ভারতের দল নির্বাচন হবে। আইপিএলের প্রথমার্ধ তখন শেষ হয়ে যাবে। যারা দলে ঢোকার দৌড়ে রয়েছে তাদের ফর্ম এবং ফিটনেস সম্পর্কে একটা আন্দাজ পেয়ে যাবেন জাতীয় নির্বাচকেরা।”

ওই কর্তার সংযোজন, “১৯ মে আইপিএলের লিগ পর্ব শেষ হওয়ার পরে বেশ কিছু ক্রিকেটার নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেবে। যাদের দল প্রথম চারে শেষ করতে পারবে না তারা আগে আমেরিকায় যাবে। গত বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেটাই হয়েছিল।”

বিশ্বকাপের দলে সম্ভাব্য হিসাবে যারা রয়েছেন, তাঁদের কি কোনও নির্দেশ দিয়েছে বোর্ড। ওই সূত্রের দাবি, “যদি কেন্দ্রীয় চুক্তিতে থাকা এবং সম্ভাব্য ক্রিকেটারদের কেউ চোট পায়, তা হলে তাঁকে এনসিএ-তে যাওয়ার নির্দেশ দেওয়া হবে। তবে ক্রিকেটারেরা কতগুলি ম্যাচ খেলবে তা নিয়ে নির্দেশ দেওয়ার অধিকার বোর্ডের নেই।”

Advertisement
আরও পড়ুন