Mohammed Siraj

Mohammed Siraj: পুজারা, উমেশদের পথে সিরাজও, খেলবেন ইংল্যান্ডে

কাউন্টিতে খেলতে যাচ্ছেন মহম্মদ সিরাজ। সেপ্টেম্বর মাসে এজবাস্টন যাবেন ভারতীয় পেসার।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৫:২৪
ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য সিরাজ।

ভারতের টেস্ট দলের নিয়মিত সদস্য সিরাজ। —ফাইল চিত্র

কাউন্টি ক্রিকেটে আরও এক ভারতীয় ক্রিকেটার। ওয়ারউইকশায়ারের হয়ে খেলবেন মহম্মদ সিরাজ। ১২ সেপ্টেম্বর এজবাস্টনে যাবেন ভারতীয় পেসার।

ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে খেলার পর সিরাজ বলেছিলেন তিনি আউট সুইং করতে পারছেন না। আইপিএলে খেলার পরেই এটা হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিষেক হয় সিরাজের। ইংল্যান্ডের বিরুদ্ধে ২০২১ সালেও নজর কাড়েন তিনি। এখনও পর্যন্ত সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৪০৩টি উইকেট নিয়েছেন সিরাজ। এর মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ১৯৪টি উইকেট। দুই দিকেই বল সুইং করানোর ক্ষমতা রয়েছে সিরাজের। ভারতের হয়ে এখনও পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৫৭টি উইকেট।

Advertisement

কাউন্টিতে চেতেশ্বর পুজারা, নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দরের মতো ভারতীয় ক্রিকেটাররা খেলেছেন। রয়্যাল লন্ডন কাপেও একাধিক ভারতীয় ক্রিকেটার খেলছেন। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওয়ারউইকশায়ারের হয়ে শেষ তিনটি ম্যাচে খেলবেন সিরাজ।

Advertisement
আরও পড়ুন