Lionel Messi

Robert Lewandowski: ক্লাবের সামনে থেকেই ৫৬ লক্ষ টাকার ঘড়ি ছিনতাই ফুটবলারের

বার্সেলোনার অনুশীলন কেন্দ্রের সামনেই লেয়নডস্কির ঘড়ি ছিনতাই। দুষ্কৃতিকে ধরেও ফেলল পুলিশ। উদ্ধার হল ঘড়িও।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২২ ১৪:৩৬
বার্সেলোনার হয়ে খেলেন লেয়নডস্কি।

বার্সেলোনার হয়ে খেলেন লেয়নডস্কি। —ফাইল চিত্র

ছিনতাই হল রবার্ট লেয়নডস্কির ঘড়ি। বার্সেলোনা যেখানে অনুশীলন করে, তার সামনেই খোয়া গেল তাঁর প্রায় ৫৬ লক্ষ টাকার ঘড়ি। স্পেনের একটি সংবাদপত্রে এমনটাই জানানো হয়েছে।

ক্লাবের অনুশীলন মাঠের বাইরে ভক্তদের সই দিচ্ছিলেন লেয়নডস্কি। ছবি তুলছিলেন তাঁদের সঙ্গে। তিনি গাড়িতে বসেই জানলার কাচ খুলেই ভক্তদের আবদার মেটাচ্ছিলেন। সেই সময়ই হঠাৎ এক ব্যক্তি লেয়নডস্কির ঘড়িটি ছিনতাই করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, সেই দুষ্কৃতি ধরা পড়েছে এবং ঘড়িটিও উদ্ধার করা হয়েছে।

Advertisement

রবিবার লা লিগাতে বার্সেলোনা খেলবে রিয়াল সোসিয়াদের বিরুদ্ধে। স্প্যানিশ লিগের প্রথম ম্যাচে রায়ো ভ্যালেকানোর বিরুদ্ধে গোলশূন্য ভাবে শেষ করে বার্সেলোনা। কিছু সপ্তাহ আগে বার্সেলোনায় সই করেন লেয়নডস্কি। লিয়োনেল মেসি চলে যাওয়ার পর স্প্যানিশ ক্লাবের অন্যতম নামী ফুটবলার তিনি।

Advertisement
আরও পড়ুন