দক্ষিণরায়ের লুকোচুরি, রাইকা পাহড়ে ফের একবার ‘বাঘবন্দি’ খেলা
পায়ের ছাপ মিললেও গলায় রেডিও কলার নেই তাই বাঘের অবস্থান স্পষ্ট নয়, দাবি বনদফতরের।
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৯:২৪
Advertisement
পুরুলিয়ায় বাঘের খোঁজে চলছে তল্লাশি। যদিও বনকর্মীরা বাঘের দেখা পাননি। রেডিও কলার না থাকায় বাঘের অবস্থান স্পষ্ট ভাবে জানা যাচ্ছে না। বন দফতরের একাংশের ধারণা বাঘ যদি এসেই থাকে তা হলে সে এখনও পর্যন্ত জ়িনাতের রুট অনুসরণ করেই জায়গা বদলাচ্ছে।