আবু ধাবিতে ‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান দেখলেন টলিপাড়ার অভিনেত্রী সোহিনী গুহরায়। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
চলতি মাসেই ভারতে কনসার্ট করতে আসছে ব্রিটিশ পপ ব্যান্ড ‘কোল্ডপ্লে’। টিকিট নিয়ে চারিদিকে অনুরাগীদের হাহাকার। কিন্তু তার আগেই ‘কোল্ডপ্লে’র কনসার্টে উপস্থিত হলেন টলিপাড়ার অভিনেত্রী সোহিনী গুহরায়। ১৪ জানুয়ারি সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবিতে ‘কোল্ডপ্লে’র কনসার্ট চাক্ষুষ করতে উপস্থিত ছিলেন সোহিনী।
এই প্রথম ‘কোল্ডপ্লে’র কনসার্ট দেখলেন সোহিনী। অভিনেত্রীর কণ্ঠেও সেই উচ্ছ্বাস স্পষ্ট। আবু ধাবি থেকে বললেন, ‘‘বন্ধুদের সঙ্গে কনসার্ট দেখলাম। অভিজ্ঞতা ভাষার প্রকাশ করা কঠিন।’’ অভিনেত্রী জানালেন, আবু ধাবি প্রশাসন কনসার্টের জন্য ভাল আয়োজন করেছিল। সোহিনীর কথায়, ‘‘নিরাপত্তার পাশাপাশি যানবাহন নিয়ন্ত্রণ— সব কিছুই ছিল অসাধারণ। এই প্রথম এ রকম বিদেশে এসে একটা কনসার্ট দেখলাম। কিন্তু এক মুহূর্তের জন্যও কোনও রকম নিরাপত্তাহীনতা মনকে গ্রাস করেনি।’’
‘কোল্ডপ্লে’র অনুষ্ঠান ঘিরে দেশের ক্রবর্ধমান উত্তেজনা সম্পর্কে ওয়াকিবহাল সোহিনী। তাই তার আগে কনসার্ট দেখার জন্য নিজেকে ভাগ্যবান বলেই মনে করছেন অভিনেত্রী। আর কয়েক সপ্তাহের মধ্যে মুম্বইয়ে অনুষ্ঠান করবে ‘কোল্ডপ্লে’। সোহিনী কি উপস্থিত থাকবেন সেখানে? অভিনেত্রী হেসে বললেন, ‘‘ভারতে ওদের কনসার্টে আমি আর যাচ্ছি না। কারণ আমার আগেই দেখা হয়ে গিয়েছে। সেই স্মৃতি আমি আজীবন মনের মধ্যে আগলে রাখব।’’
কনসার্টের জন্য ১০ জানুয়ারি প্রথমে দুবাই পৌঁছন সোহিনী। কানসার্ট ছাড়াও মরুশহর ঘুরে দেখেছেন অভিনেত্রী। সেই সঙ্গে মনের মতো কেনাকাটাও সেরেছেন। উল্লেখ্য, এই প্রথম দুবাই গিয়েছেন সোহিনী। আর উপলক্ষ ‘কোল্ডপ্লে’ হওয়ায় অভিনেত্রীর আনন্দ বহু গুণ বেড়ে গিয়েছে। সোহিনীর কথায়, ‘‘কোথায় কেমন ঘুরেছি, তার ঝলক খুব শিগগির আমি সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেব।’’ বৃহস্পতিবার কলকাতায় ফিরছেন সোহিনী। চলতি মাসেই মুক্তি পাবে সোহিনী অভিনীত প্রথম ওয়েব সিরিজ়।