সৌরভ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।
১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফি জিতল অস্ট্রেলিয়া। ভারতের হারের কারণ হিসাবে ব্যাটারদের দায়ী করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে হলে ৩৫০-৪০০ রান করতে হত ভারতকে। সেই সঙ্গে মন্তব্য করলেন কোচ গৌতম গম্ভীরকে নিয়েও।
রবিবার সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬ উইকেটে হেরে যায় ভারত। সেই হারের সঙ্গেই রোহিতদের খোয়াতে হল সিরিজ়ও। ৩-১ ব্যবধানে সিরিজ় জিতে নিল অস্ট্রেলিয়া। ভারতের হারের জন্য ব্যাটারদের দায়ী করেন সৌরভ। তিনি বলেন, “ভারত ভাল ব্যাটিং করতে পারেনি। টেস্টে আরও ভাল ব্যাটিং করতে হবে। না হলে জেতা মুশকিল। ১৭০-১৮০ রান করে ম্যাচ জেতা যায় না। ৩৫০-৪০০ রান করতে হবে।” কোনও এক জন ব্যাটারকে যদিও দোষ দিচ্ছেন না সৌরভ। তিনি বলেন, “সকলকে রান করতে হবে। কোনও এক জনের উপর দোষ দিলে হবে না। প্রত্যেকের ব্যাটে রান চাই।”
এখনও পর্যন্ত ভারতের কোচ হয়ে সে ভাবে সাফল্য পাননি গম্ভীর। শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজ়ে হারতে হয়েছে। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম বার টেস্ট সিরিজ় হেরেছে। এ বার অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও হার। কোচ হিসাবে গম্ভীর এখনও তেমন সাফল্য পাননি। তবে তাঁকে এখনই ব্যর্থ বলছেন না সৌরভ। তিনি শুধু বলেন, “পারফর্ম করতে হবে।”
অস্ট্রেলিয়া সফরে প্রথম ম্যাচে শতরান করলেও তার পর থেকে রান পাননি বিরাট। পাঁচটি ম্যাচ মিলিয়ে তিনি করেছেন মাত্র ১৯০ রান। গড় ২৩.৭৫। বার বার অফ স্টাম্পের বাইরের বলে আউট হয়েছেন বিরাট। তাঁর ফর্মের কারণ বুঝতে পারছেন না সৌরভ। তিনি বলেন, “বুঝতে পারছি না কেন ও রান পাচ্ছে না। এত বড় এক জন ক্রিকেটার। তবে আমি নিশ্চিত যে ও এই সমস্যা কাটিয়ে উঠবে।” সিডনি টেস্টে রোহিতের না খেলা তাঁর অবসরের ইঙ্গিত? সৌরভ বলেন, “এটা একেবারেই রোহিতের ব্যক্তিগত সিদ্ধান্ত। অবসর নেবে কি না সেটা ও ঠিক করবে।”