চোটের পর চিকিৎসক এবং সতীর্থদের সাহায্যে মাঠ ছাড়ছেন সৈয়ম আয়ুব। ছবি: পিটিআই।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আর খেলতে পারবেন না সৈয়ম আয়ুব। পাকিস্তানের ওপেনার ফিল্ডিং করতে গিয়ে ডান গোড়ালিতে চোট পান। পরের মাসেই চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে আয়ুবের চোট দলের জন্য বেশ চিন্তার কারণ হয়ে উঠতে পারে।
ম্যাচের সপ্তম ওভারে চোট পান আয়ুব। দক্ষিণ আফ্রিকার রায়ান রিকলটনের ব্যাটের কানায় বল লাগে। স্লিপের ফাঁক দিয়ে বল বাউন্ডারির দিকে চলে যায়। আমির জামাল এবং আয়ুব সেই বল ধরার জন্য যান। জামাল বল ধরে আয়ুবের দিকে ছুড়ে দেন। কিন্তু দাঁড়িয়ে থাকা আয়ুব দেহের ভারসাম্য রাখতে পারেননি। তিনি গোড়ালি মচকে পড়ে যান। পা ধরে শুয়ে থাকেন তিনি। মাঠে ফিজিয়ো ঢোকেন। বাউন্ডারির ধারে তাঁর শুশ্রূষা চলে অনেক ক্ষণ ধরে। কিন্তু পায়ে কোনও চাপ দিতে পারছেন না আয়ুব।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বলা হয়েছে, “দুপুরে এক্স-রে করানোর জন্য নিয়ে যাওয়া হয় আয়ুবকে। এমআরআই করানো হয়েছে। রিপোর্ট পাঠানো হয়েছে লন্ডনের এক চিকিৎসককে। তিনি আপাতত আয়ুবকে ক্রিকেট থেকে দূরে থাকতে বলেছেন।”
শেষ কয়েক মাসে পাকিস্তানের সবচেয়ে ধারাবাহিক আয়ুব। এক দিনের সিরিজ়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩-০ জিতেছিল পাকিস্তান। সেই সিরিজ়ের সেরা হয়েছিলেন আয়ুব। পাকিস্তানের হয়ে তিন ধরনের ফরম্যাটেই খেলেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আয়ুবের খেলার সম্ভাবনা প্রবল। কিন্তু এই চোটের কারণে কত দিন তাঁকে ক্রিকেটের বাইরে থাকতে হবে, তা এখনই বোঝা যাচ্ছে না। কিন্তু আয়ুব না খেললে বড় সমস্যায় পড়বেন পাকিস্তান।