রশিদ খান। —ফাইল চিত্র।
চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে নতুন জটিলতা। এ বার সমস্যার কারণ ইংল্যান্ডের আপত্তি। আফগানিস্তানের বিরুদ্ধে না-ও খেলতে পারেন জস বাটলারেরা। ব্রিটেনের অন্তত ১৬০ জন রাজনৈতিক নেতা চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম অংশগ্রহণকারী দেশটিকে বয়কটের ডাক দিয়েছেন। যদিও এ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের (ইসিবি) কর্তারা কোনও মন্তব্য করেননি।
রাজনৈতিক কারণে আফগানিস্তানকে বয়কট করতে পারে ইংল্যান্ড। তালিবান সরকারের একাধিক নীতির বিরোধিতায় ইংল্যান্ডের রাজনীতিবিদদের একাংশ আফগানিস্তানকে বয়কটের ডাক দিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন নাইজেল ফারাজ, জেরেমি করবিন, লর্ড কিনকের মতো নেতারা। চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি অনুযায়ী, আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার কথা ইংল্যান্ডের। বাটলারেরা সেই ম্যাচ না খেললে আর্থিক ক্ষতি হতে পারে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)।
তালিবান প্রশাসন মহিলাদের মানবাধিকার খর্ব করছে। এই ইস্যুতে সম্প্রতি উত্তাল হয় ব্রিটিশ পার্লামেন্টের অধিবেশন। সে দেশের সাংসদদের একাংশ চান, তালিবান প্রশাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিক ইসিবি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কট করা উচিত। পার্লামেন্টের দুই কক্ষ হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডসের তরফে সরকারি ভাবে বিবৃতি দিয়েছে। ইসিবির সিইও রিচার্ড গোল্ডের কাছে আর্জি জানিয়ে তাতে বলা হয়েছে, ‘‘তালিবানের অধীনে আফগানিস্তানে মহিলাদের প্রতি যে ভয়াবহ আচরণ করা হচ্ছে, তার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য আমরা ইংল্যান্ডের ক্রিকেটার এবং ক্রিকেট কর্তাদের আহ্বান জানাচ্ছি। ইসিবিকে আমাদের অনুরোধ, আফগানিস্তানের বিরুদ্ধে আসন্ন ম্যাচটি বয়কট করা হোক। এই ধরনের জঘন্য আচরণ বরদাস্ত করা যায় না। আফগানিস্তানকে স্পষ্ট বার্তা দেওয়া প্রয়োজন। আমাদের অবশ্যই লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। আফগান মহিলাদের সহমর্মিতার বার্তা দেওয়ার অনুরোধ করছি ইসিবিকে। আশা করি, আফগান মহিলাদের আমরা নিরাশ করব না।’’ উল্লেখ্য, মহিলাদের প্রতি বৈষম্যমূলক আচরণ এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ় খেলে না অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মতো অস্ট্রেলিয়াতেও বয়কটের ডাক উঠলে আরও জটিল হতে পারে পরিস্থিতি।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। নিরাপত্তার কারণে পাকিস্তানে রোহিত শর্মা, বিরাট কোহলিদের না পাঠানোর কথা আগেই জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারতের অনড় অবস্থানের সামনে সুর নরম করতে বাধ্য হন পাকিস্তানের ক্রিকেট কর্তারা। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ভারতের ম্যাচগুলি দুবাইয়ে আয়োজনের ব্যবস্থা করেছে। প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে। সেই সমস্যা সমাধানের পর আবার নতুন সমস্যা তৈরি হল চ্যাম্পিয়ন্স ট্রফি ঘিরে।