BGT 2024-25

গাওস্কর মুখ খুলতেই ভুল স্বীকার অস্ট্রেলিয়ার, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কেন বাদ সানি?

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয়েছিল শুধু অ্যালান বর্ডারকে। যে ঘটনায় খুশি হতে পারেননি গাওস্কর। বলেও ছিলেন যে তিনি খুশি নন। তার পরেই ভুল স্বীকার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ১৭:০১
Sunil Gavaskar

সুনীল গাওস্কর। —ফাইল চিত্র।

তাঁর নামে প্রতিযোগিতার নাম, অথচ সেই সুনীল গাওস্করকেই ডাকেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যালান বর্ডার ও ভারতের প্রাক্তন অধিনায়ক গাওস্করের নামে এই সিরিজ়ের নামকরণ। কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাকা হয়েছিল শুধু অ্যালান বর্ডারকে। যে ঘটনায় খুশি হতে পারেননি গাওস্কর। বলেও ছিলেন যে তিনি খুশি নন। তার পরেই ভুল স্বীকার করে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া।

Advertisement

গাওস্কর অনুযোগ জানিয়েছিলেন তাঁকে না ডাকা নিয়ে। যে ঘটনার পর ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক সংবাদমাধ্যমকে বলা হয়েছে, “পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্যই সুনীল গাওস্কর এবং অ্যালান বর্ডারকে ডাকা উচিত ছিল। আমাদের ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম ভারত জিতলে গাওস্কর পুরস্কার দেবে। অস্ট্রেলিয়া জিতেছে তাই বর্ডার ট্রফি তুলে দিয়েছে জয়ী অধিনায়কের হাতে।”

১৯৯৬-৯৭ সাল থেকে ভারত-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সিরিজ়ের নাম দেওয়া হয় বর্ডার-গাওস্কর ট্রফি। তার পর থেকে ১৭টি সিরিজ় খেলা হয়েছে এই দু দেশের মধ্যে। মোট ২৯ বার দুই দেশ একে অপরের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলেছে। তার মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৩ বার। ১১ বার জিতেছে ভারত। প্রথম বার ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ় খেলা হয়েছিল ১৯৪৭-৪৮ সালে।

গত বার ভারতের মাটিতে দুই দল যখন মুখোমুখি হয়েছিল, সে বার রোহিত শর্মারা জিতেছিলেন। ভারত অধিনায়কের হাতে তখন ট্রফি তুলে দিয়েছিলেন গাওস্কর। সিডনিতে অস্ট্রেলিয়া সিরিজ় জেতার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা গেল বর্ডারকে। তিনি অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের হাতে ট্রফি তুলে দিলেন। কিন্তু সেখানে দেখা যায়নি গাওস্করকে।

সেই ঘটনায় হতাশ হয়েছিলেন গাওস্কর। তাঁর মনে হয়েছে, তিনি ভারতীয় বলেই তাঁকে ডাকা হয়নি। গাওস্কর বলেছিলেন, “পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থাকলে আমার ভালই লাগত। এটা তো বর্ডার-গাওস্কর ট্রফি। অস্ট্রেলিয়া ও ভারত এই সিরিজ় খেলে। আমার মনে হয়, আমি ভারতীয় বলেই আমাকে ডাকা হল না।”

চলতি সিরিজ়ে ধারাভাষ্যকারের ভূমিকায় রয়েছেন গাওস্কর। তিনি মাঠেই ছিলেন। সেই কথাও মনে করিয়ে দিয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। তিনি বলেছিলেন, “আমি তো মাঠেই ছিলাম। আমাকে ডাকাই যেত। কে জিতল তার উপর পুরস্কার বিতরণী অনুষ্ঠান নির্ভর করে না। অস্ট্রেলিয়া যোগ্য দল হিসাবে জিতেছে। আমার বন্ধু বর্ডারের সঙ্গে আমিও কামিন্সের হাতে ট্রফি তুলে দিতে পারতাম।”

১০ বছর পর বর্ডার-গাওস্কর ট্রফির দখল নিল অস্ট্রেলিয়া। রবিবার ভারতীয় দল সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে ছ’উইকেটে হেরে গিয়েছে। দ্বিতীয় ইনিংসে ভারতের ইনিংস শেষ হয় ১৫৭ রানে। জয়ের জন্য ১৬২ রান তাড়া করে ৬ উইকেটে জিতেছে অস্ট্রেলিয়া। ভারত সিরিজ়ে হেরেছে ১-৩ ব্যবধানে।

Advertisement
আরও পড়ুন