Bizarre News

‘মেয়েটি কিন্তু ভাল নয়’, পুত্রের সম্পর্ক ভাঙিয়ে পুত্রের বান্ধবীকেই বিয়ে করলেন বৃদ্ধ

প্রেমিকার সঙ্গে সম্পর্কে ইতি টানেন তরুণ। তার ছ’মাসের মধ্যে লিউ বিয়ে করেন। লিউয়ের চতুর্থ বিয়ে। কিন্তু সৎমাকে দেখে চমকে ওঠেন তরুণ। এ যে তাঁরই প্রাক্তন প্রেমিকা!

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১১:১৩

—প্রতীকী ছবি।

ব্যাঙ্কের উচ্চপদের কর্মী। পেশাগত পরিসরে নিজের পদের প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। ব্যক্তিগত জীবনও বেশ রঙিন ছিল তাঁর। চার বার বিয়ে করেছেন। একাধিক বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল বলেও কানাঘুষো শোনা যায়। কিন্তু তাঁর নজর যে পুত্রের প্রেমিকার উপর রয়েছে তা ঘুণাক্ষরে টের পাননি তরুণ। পুত্রের যাঁকে পছন্দ, তাঁর নামে নানা ধরনের মন্তব্য করে সেই সম্পর্কে ভাঙন ধরান পিতা। পুত্রের বিচ্ছেদের ছ’মাসের মধ্যেই সেই তরুণীকে বিয়ে করে ফেলেন তিনি।

Advertisement

ঘটনাটি উত্তর-পূর্ব চিনের জিলিন প্রদেশের ঘটনা। প্রৌঢ়ের নাম লিউ লিয়াংগে। ব্যাঙ্কিং ক্ষেত্রে কাজ করে পরিচিতি গড়ে তুলেছিলেন লিউ। ২০১৯ সালে পদোন্নতি হয়ে ব্যাঙ্কের উচ্চপদে চাকরি শুরু করেন তিনি। কানাঘুষো শোনা যেতে থাকে, উচ্চপদের অপব্যবহার করতে শুরু করেন তিনি। অভিযোগ, ৩৮৮৭ কোটি টাকা বেআইনি ভাবে ঋণ দিয়েছেন লিউ।

শুধু তা-ই নয়, ১৪১ কোটি টাকা ঘুষও নাকি নিয়েছেন লিউ। সেই কারণে ২০২৪ সালের নভেম্বর মাসে আদালতের তরফে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেওয়া হয় লিউকে। দু’বছরের মধ্যে সেই শাস্তি কার্যকরী হতে হবে বলেও জানিয়েছে আদালত। তবে সম্প্রতি লিউ চর্চায় এসেছেন তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে। নিজের পুত্রের প্রাক্তন প্রেমিকাকেই নাকি বিয়ে করেছেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, লিউয়ের পুত্র দীর্ঘ দিন ধরে সম্পর্কে ছিলেন। সেই সম্পর্ক আরও পাকা করতে বাবার সঙ্গে প্রেমিকার আলাপ করানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তরুণ। কিন্তু পুত্রের প্রেমিকাকে একেবারেই মনে ধরেনি লিউয়ের। অন্তত পুত্রের কাছে তেমনটাই প্রকাশ করেছিলেন তিনি।

লিউ তাঁর পুত্রকে সেই তরুণীর সম্পর্কে নানা ধরনের মন্তব্য করে যেতেন। লিউ বলতেন, ‘‘মেয়েটি কিন্তু তোমায় ভালবাসে না। ওর আচার-আচরণ ভাল নয়। ও দেখে নিয়েছে, তোমার টাকাপয়সা রয়েছে। সম্পত্তির লোভেই তোমায় বিয়ে করতে চাইছে। আর কোনও কারণ নেই। নিজের বিপদ এ ভাবে ডেকে এনো না। ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দাও।’’ বাবার কথা শুনে বিশ্বাসও করে ফেলেছিলেন তরুণ।

প্রেমিকার সঙ্গে সম্পর্কে ইতি টানেন তরুণ। তার ছ’মাসের মধ্যে লিউ বিয়ে করেন। লিউয়ের চতুর্থ বিয়ে। কিন্তু সৎমাকে দেখে চমকে ওঠেন তরুণ। এ যে তাঁরই প্রাক্তন প্রেমিকা! জানা যায়, ছেলে যখন সম্পর্ক ভাঙেন তার পর থেকেই ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু করেছিলেন লিউ। তরুণীর ঠিকানায় প্রায় প্রতি দিন দামি উপহার পাঠাতেন লিউ। তিনি যে ওই তরুণীকে ভালবেসে ফেলেছেন তা-ও জানান লিউ।

লিউয়ের প্রেম নিবেদন স্বীকার করেন তরুণী। তাঁকে বিয়ে করতেও রাজি হয়ে যান। পুত্রের বিচ্ছেদের ছ’মাসের মধ্যে তাঁর প্রাক্তন প্রেমিকাকে বিয়ে করে ফেলেন লিউ। এই ঘটনায় লিউয়ের পুত্র এমন ধাক্কা খান যে, তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। এমনকি, চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করানো হয় লিউয়ের পুত্রকে।

Advertisement
আরও পড়ুন