India vs Australia

কোহলি ৩০ রানে পৌঁছলেই শরীর লক্ষ্য করে বল করবেন, সিরিজ় শুরুর আগে বলে দিলেন অসি অলরাউন্ডার

টেস্ট সিরি‌জ়ের আগে বিভিন্ন ভাবে ভারতের ক্রিকেটারদের চাপে রাখার চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। সেই তালিকায় যোগ দিলেন মিচেল মার্শও। জানালেন, বিরাট কোহলি ৩০ রানে পৌঁছলেই তাঁকে আউট করে দেবেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৬:০৪
cricket

বিরাট কোহলি। — ফাইল চিত্র।

টেস্ট সিরি‌জ়ের আগে বিভিন্ন ভাবে ভারতের ক্রিকেটারদের চাপে রাখার চেষ্টা করছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটারেরা। সেই তালিকায় যোগ দিলেন মিচেল মার্শও। জানালেন, বিরাট কোহলি ৩০ রানে পৌঁছলেই তাঁকে আউট করে দেবেন। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলির রান করার যে খিদে সেটাও সমীহ করেছেন তিনি।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২৫টি টেস্টে ২০০০ রান রয়েছে কোহলির। আটটি শতরান রয়েছে, তার মধ্যে ছ’টিই অস্ট্রেলিয়ার মাটিতে। ফলে বাকিদের থেকে কোহলির বিরুদ্ধেই বেশি আক্রমণাত্মক বিপক্ষের ক্রিকেটারেরা।

মার্শ এ দিন স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, “৩০ রানে পৌঁছলেই কোহলির শরীর লক্ষ্য করে বল করা শুরু করব। ওকে যে কোনও ভাবে আউট করতে হবে।”

আর এক অসি বোলার মিচেল স্টার্ক আবার বলে দিয়েছেন, কোহলিকে স্লেজ করার রাস্তায় হাঁটতে চান না। বরং তিনি বল দিয়ে কোহলিকে চুপ করিয়ে দেবেন। স্টার্কের কথায়, “আইপিএলে কোহলির পাশে বছর দুয়েক খেলেছি। তাই ওকে কিছুটা হলেও চিনি। ওর সঙ্গে দ্বৈরথ আমার বরাবরের পছন্দ। তবে কোহলির জন্য আলাদা কোনও পরিকল্পনা নেই। আমরা ক্রিকেট খেলতে নামব। সেটা উপভোগ করতে চাই। ওকে রাগিয়ে দিতে কোনও ভাবেই চাই না।”

নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে ছন্দে ছিলেন না কোহলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফর্মে ফিরতে মরিয়া তিনি। তবে অনুশীলনে এখনও তাঁকে চেনা ছন্দে দেখা যায়নি।

Advertisement
আরও পড়ুন