England vs West Indies

সিরিজ় হারলেও চমক ওয়েস্ট ইন্ডিজ়ের, ৬ বল বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে ২১৯ তাড়া করে জয়

ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জয়ে ফিরল ওয়েস্ট ইন্ডিজ়। প্রথমে ব্যাট করে ২১৮ রান করেছিল ইংল্যান্ড। এক ওভার বাকি থাকতেই রান তাড়া করে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৪:১৪
cricket

ইংল্যান্ডের বিরুদ্ধে ছক্কা মেরে ম্যাচ জেতাচ্ছেন ওয়েস্ট ইন্ডিজ়ের শারফেন রাদারফোর্ড। ছবি: পিটিআই।

প্রথম তিনটি ম্যাচ হেরে সিরিজ় আগেই হেরে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ়। চতুর্থ ম্যাচে চমক দিল তারা। সেন্ট লুসিয়ায় রেকর্ড রান তাড়া করে জিতল ওয়েস্ট ইন্ডিজ়। প্রথমে ব্যাট করে ২১৮ রান করেছিল ইংল্যান্ড। এক ওভার বাকি থাকতেই রান তাড়া করে জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ়।

Advertisement

গোটা ম্যাচে দাপট দেখান দু’দলের ব্যাটারেরা। ইংল্যান্ডের শুরুটা ভাল করেন ফিল সল্ট ও উইল জ্যাকস। ৫ ওভারের মধ্যে ৫০ পার করে ফেলে দল। জ্যাকস ২৫ রানে ফিরলেও অর্ধশতরান করেন সল্ট। আইপিএলের নিলামের আগে সল্ট বুঝিয়ে দিলেন যে তাঁকে নিতে ঝাঁপাবে বেশ কয়েকটি দল। ৩৫ বলে ৫৫ রান করেন তিনি।

অধিনায়ক জস বাটলার তিন নম্বরে নেমে ২৩ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। চমক দেন তরুণ জেকব বেথেল। চার নম্বরে নেমে ৩২ বলে ৬২ রানের ইনিংস খেলেন তিনি। স্যাম কারেন ২৪ রান করেন। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৮ রান করে ইংল্যান্ড।

ইংল্যান্ডের ওপেনিং জুটিকে টেক্কা দেয় ওয়েস্ট ইন্ডিজ়। রান তাড়া করতে নেমে মাত্র ৯.১ ওভারে ১৩৬ রান তোলে তারা। এভিন লুইস ও শেই হোপ পাওয়ার প্লে কাজে লাগান। দুই ব্যাটারই অর্ধশতরান করেন। হোপ ২৪ বলে ৫৪ ও লুইস ৩১ বলে ৬৮ রান করেন। জয়ের ভিত গড়ে দেন ওপেনিং জুটি। রান পাননি নিকোলাস পুরান। শূন্য রানে ফেরেন তিনি। ভাল শুরু করার পর রেহান আহমেদের তিন বলে তিনটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ়। তার মধ্যে একটি রান আউট।

উইকেট হারালেও রান তোলার গতি কমায়নি ওয়েস্ট ইন্ডিজ়। অধিনায়ক রভম্যান পাওয়েল ও শারফেন রাদারফোর্ডের মধ্যে জুটি হয়। সেই জুটিই দলকে জয়ে নিয়ে যায়। পাওয়েল করেন ৩৮ রান। ১৯তম ওভারের শেষ দুই বলে দু’টি ছক্কা মেরে দলকে জিতিয়ে দেন রাদারফোর্ড। ২৯ রানে অপরাজিত থাকেন তিনি।

Advertisement
আরও পড়ুন