India vs Australia

শুভমনের ধাক্কার মাঝেই স্বস্তি গম্ভীরদের দলে! অনুশীলনে ফিরলেন চোট পাওয়া ব্যাটার

পার্‌থে প্রথম টেস্ট থেকে বাদ গিয়েছেন শুভমন গিল। চোট পেয়েছেন তিনি। তার মাঝেই ভাল খবর ভারতীয় দলে। চোট পাওয়া এক ক্রিকেটার অনুশীলনে ফিরেছেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ১৫:৪৩
cricket

ভারতের কোচ গৌতম গম্ভীর (বাঁ দিকে) ও অধিনায়ক রোহিত শর্মা। —ফাইল চিত্র।

২২ নভেম্বর থেকে পার্‌থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট শুরু। তার আগে ধাক্কা খেয়েছে ভারতীয় দল। চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারবেন না শুভমন গিল। তার মাঝেই ভাল খবর গৌতম গম্ভীরদের দলে। চোট পাওয়া ক্রিকেটার লোকেশ রাহুল অনুশীলনে ফিরেছেন।

Advertisement

প্রস্তুতি ম্যাচ খেলার সময় ডান হাতের কনুইয়ে চোট লেগেছিল রাহুলের। তার পরে আর খেলেননি তিনি। রাহুলের চোট কতটা গুরুতর তা নিয়ে সংশয় ছিল। রবিবার অনুশীলনে দেখা গিয়েছে তাঁকে। বেশ কিছু ক্ষণ ব্যাট করেছেন তিনি। দেখে মনে হয়নি কনুইয়ে কোনও সমস্যা হচ্ছে তাঁর।

চোট পেয়েছেন আরও এক ব্যাটার সরফরাজ় খান। তাঁরও কনুইয়ে লেগেছে। নেটে অনুশীলন করার সময় কনুই ধরে বেরিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে। তার পর থেকে আর ব্যাট করতে দেখা না গেলেও জানা গিয়েছে, সরফরাজ়ের চোট তেমন গুরুতর নয়। পার্‌থে খেলতে পারবেন তিনি।

প্রথম টেস্টে ভারত অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে সংশয় রয়েছে। সদ্য পুত্র হয়েছে তাঁর। তিনি খেলতে না পারলে ভারতের টপ অর্ডারে বদল হবে। যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে হবে এক জনকে। তিন নম্বরে শুভমনের জায়গায় আর এক জন ক্রিকেটার দরকার। জানা গিয়েছে, রোহিত না খেললে ওপেন করতে পারেন রাহুল। তিন নম্বরে দেখা যেতে পারে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে।

নিউ জ়িল্যান্ডের কাছে ঘরের মাঠে চুনকাম হয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পিছিয়ে পড়েছে ভারত। অস্ট্রেলিয়াকে হারাতে পারলে ফাইনালে ওঠার সুযোগ থাকবে। তাই এই গুরুত্বপূর্ণ সিরিজ়ের শুরুটা ভাল করতে চাইছে ভারত। তার জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের ভাল খেলা খুব দরকার। রাহুল দীর্ঘ দিন ধরে ভারতীয় দলে খেলছেন। তিনি সুস্থ হয়ে ওঠায় তাই স্বস্তিতে থাকবেন গম্ভীর।

Advertisement
আরও পড়ুন