La Liga 2024-25

সুপার কাপে খেলতে নামার আগে রিয়াল মাদ্রিদ ধাক্কা খেল লা লিগায়, দ্বিতীয় স্থানে এমবাপেরা

রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলতে নামবে তারা। সেই ম্যাচের আগে লা লিগায় দ্বিতীয় স্থানে নেমে গেল রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষস্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৫ ২৩:৩৫
Kylian Mbappe

কিলিয়ান এমবাপে। —ফাইল চিত্র।

লা লিগায় শীর্ষস্থান হারাল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে খেলতে নামবে তারা। সেই ম্যাচের আগে লা লিগায় দ্বিতীয় স্থানে নেমে গেল রিয়াল মাদ্রিদ। ওসাসুনাকে ১-০ গোলে হারিয়ে লা লিগায় শীর্ষস্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ।

Advertisement

লা লিগায় রবিবার ওসাসুনার বিরুদ্ধে গোল করলেন জুলিয়ান আলভারেজ়। কোচ দিয়েগো সিমিয়নের দল লা লিগায় ১৯ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে এল। ১৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেল রিয়াল মাদ্রিদ। সব প্রতিযোগিতা মিলিয়ে পর পর ১৪টি ম্যাচে জিতল অ্যাথলেটিকো মাদ্রিদ।

ওসাসুনার বিরুদ্ধে অ্যাথলেটিকো শুরু থেকেই আক্রমণ করছিল। প্রথম দলের অনেক ফুটবলারকে এই ম্যাচে বিশ্রাম দিয়েছিলেন কোচ। ৫৫ মিনিটের মাথায় আলভারেজ় গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। শুরুতে আন্তোনিয়ো গ্রিজ়ম্যানের গোল বাতিল হয়। আলভারেজ়ও প্রথমার্ধে গোলের সুযোগ পেয়েছিলেন কিন্তু গোল করতে পারেননি।

লা লিগায় তৃতীয় স্থানে রয়েছে বার্সেলোনা। ১৯ ম্যাচে ৩৮ পয়েন্ট পেয়েছে তারা। শীর্ষে থাকে অ্যাথলেটিকোর থেকে ৬ পয়েন্টে পিছিয়ে রয়েছে বার্সেলোনা। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনা খেলবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে।

Advertisement
আরও পড়ুন