বিবাহবিচ্ছেদ উদ্যাপন। ছবি: সংগৃহীত।
বিবাহবার্ষিকীর উদ্যাপন করা হয় ধুমধাম করে। তবে বিবাহবিচ্ছেদ উদ্যাপন করা হচ্ছে, এমনটা শুনেছেন কখনও? ঘটা করে বিয়ে করতে পারলে, বিচ্ছেদে লুকোচুরি কেন হবে? এমনই মত ৩৪ বছর বয়সি সঙ নামক এক মহিলার। চিনের বাসিন্দা সঙ চার বছরের বিবাহিত জীবনের ইতি টেনে তাঁর বান্ধবীদের নিয়ে বিশাল পার্টির আয়োজন করলেন।
বিচ্ছেদের গোটা পর্বটি সঙ ক্যামেরাবন্দি করে রেখেছিলেন। যে দিন বিচ্ছেদের সার্টিফিকেটটি হাতে পেয়েছিলেন সেই ছবিও তুলে রেখেছিলেন মহিলা। পার্টিতে সেই সব ছবি বন্ধুদের সঙ্গেও ভাগ করে নিয়েছিলেন তিনি। বিচ্ছেদের খুশি যেন তাঁর চোখেমুখে স্পষ্ট। সঙের বিচ্ছেদের ছবি সমাজমাধ্যমে নজর কেড়েছে সবার।
এই ফটোশুট নিয়েও বিবিধ সুর সমাজমাধ্যমে। মন্তব্যকারীদের মধ্যে এক জন লিখেছেন, “বিয়ে যদি উদ্যাপনের বিষয় হয়, তবে বিচ্ছেদ হবে না কেন? তবে কে কী ভাবে উদ্যাপন করবেন, তা ওই ব্যক্তির ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উপর নির্ভর করে।” দ্বিতীয় জনের বক্তব্য, “এ বার ফটোশুট করার জন্যই বিচ্ছেদের মামলা না শুরু হয়।” তৃতীয় জনের বক্তব্য, “আমার তো ওঁর স্বামীর জন্য আনন্দ হচ্ছে।”