Death Penalty in Saudi Arabia

ধড় থেকে গর্দান বাদ! চলতি বছরে ১০০-র বেশি বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব

সৌদিতে মৃত্যুদণ্ডের সাজার ধরন ভারতের থেকে অনেকটাই আলাদা। সে দেশে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের মাথা কেটে নেওয়া হয়। যদিও সৌদির সরকারি বিবৃতিতে এ বিষয়ে বিশেষ কিছুই উল্লেখ থাকে না।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২৪ ২১:৫৫
১০০-র বেশি বিদেশিকে চলতি বছরে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব।

১০০-র বেশি বিদেশিকে চলতি বছরে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরব। —প্রতিনিধিত্বমূলক ছবি।

চলতি বছরে সৌদি আরবে একশোরও বেশি বিদেশি নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যা গত দু’বছরের তুলনায় প্রায় তিন গুণ। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, ২০২৪ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ১০১ জন বিদেশিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ এবং ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ৩৪। এই বছরে সর্বশেষ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইয়েমেনের এক নাগরিককে। মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ইউরোপিয়ন-সৌদি অর্গানাইজ়েশন ফর হিউম্যান রাইটসে্‌র লিগ্যাল ডিরেক্টর তাহা আল-হাজি জানিয়েছেন, সৌদিতে এক বছরে বিদেশিদের মৃত্যুদণ্ডের সংখ্যা এটিই সর্বোচ্চ। এর আগে কোনও একটি বছরে সৌদিতে বিদেশিদের মৃত্যুদণ্ডের সংখ্যা ১০০ পার করেনি।

Advertisement

সৌদিতে মৃত্যুদণ্ডের ধরন ভারতের থেকে অনেকটাই আলাদা। ভারতে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তদের ফাঁসি দেওয়া হয়। সৌদি আরবে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের মাথা কেটে নেওয়া হয়। যদিও কোনও সরকারি বিবৃতিতে এ বিষয়ে বিশেষ কিছুই উল্লেখ করে না সৌদির প্রশাসন। এএফপির প্রতিবেদন অনুসারে, চলতি বছরে পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন, নাইজেরিয়ার ১০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সৌদি আরবে। এএফপির প্রতিবেদন অনুসারে, এ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিশর, ফিলিপিন্স, সুদান-সহ একাধিক দেশের নাগরিক রয়েছেন তালিকায়।

সৌদিতে যে সংখ্যায় আসামিদের মৃত্যুদণ্ড দেওয়া হয়, তা নিয়ে বার বার সমালোচনা হয়েছে বিশ্বে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুসারে ২০২৩ সালে আসামিদের মৃত্যুদণ্ডের নিদানের দিক থেকে চিন এবং ইরানের পরেই তৃতীয় স্থানে ছিল সৌদি। এ বছরে এখনও পর্যন্ত ২৭৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সৌদি আরবে। তার মধ্যে ১০১ জনই বিদেশি।

আরও পড়ুন
Advertisement