Aluminum Foil for Hair

চুলে রং কিংবা স্পা করানোর সময়ে মাথায় অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে রাখা হয় কেন?

বাড়িতে নিজে নিজে স্পা করার সময়ে ক্রিম মাখার পর অনেকেই মাথায় অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে রাখেন। কিন্তু তাতে কি সত্যিই বাড়তি কোনও সুবিধা পাওয়া যায়?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ১৪:০২
অ্যালিমিনিয়াম ফয়েল কী ভাবে চুলের যত্ন নেয়?

অ্যালিমিনিয়াম ফয়েল কী ভাবে চুলের যত্ন নেয়? ছবি: সংগৃহীত।

চুল রং করাতে গেলে অনেক সময়ে অ্যালুমিনিয়াম ফয়েলের প্রয়োজন পড়ে। রাসায়নিক দেওয়া রং চুলের কিছুটা অংশে মাখিয়ে তা ওই ফয়েলে মুড়িয়ে রাখা হয়, যাতে রং করা গুচ্ছের সঙ্গে সাধারণ চুল মিশে না যায়। কিন্তু চুলের আর্দ্রতা বা ময়েশ্চার ধরে রাখতেও যে এই বস্তুটি ব্যবহার করা যায়, তা হয়তো অনেকেরই অজানা। বাড়িতে নিজে নিজে স্পা করার সময়ে ক্রিম মাখার পর অনেকেই মাথায় অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে রাখেন। কিন্তু তাতে কি সত্যিই বাড়তি কোনও সুবিধা পাওয়া যায়?

Advertisement

মুম্বইয়ের স্যর এইচএন রিলায়্যান্স ফাউন্ডেশন হাসপাতালের চর্মরোগ চিকিৎসক সোনালি কোহলি বলছেন, ‘‘চুল রুক্ষ হওয়ার অন্যতম কারণ হল স্থির তড়িৎ। রুক্ষ চুলে চিরুনি চালালে বা বেশি ঘষাঘষি হলে স্থির তড়িৎ উৎপন্ন হয়। ফলে চুল ছিঁড়ে যাওয়ার প্রবণতা তৈরি হয়। তড়িৎ পরিবাহী হিসাবে অ্যালুমিনিয়াম ফয়েল দারুণ কাজ করে। চুলের ক্ষেত্রে স্থির তড়িতের তীব্রতা খানিকটা হলেও নিয়ন্ত্রণে রাখতে পারে। তাই চুলের রুক্ষ ভাব দূর করতে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করা যায়। রাসায়নিক ব্যবহার করার পরেও যাতে চুলের আর্দ্রতা বজায় থাকে, তাই এই ব্যবস্থা।’’

অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া আছে?

স্ট্রেটনার দিয়ে চুল সোজা করার সময়ে অনেকে অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার করেন। তবে অতিরিক্ত তাপে কিন্তু চুলের কিউটিকল নষ্ট হতে পারে। মাথার ত্বক স্পর্শকাতর হলে বা কোনও ধাতু ব্যবহারে অ্যালার্জি থাকলে, অ্যালুমিনিয়াম ফয়েল ব্যবহার না করাই ভাল।

Advertisement
আরও পড়ুন