Crime

পুলিশের ডেরাতেই চুরি! পুলিশ ফাঁড়িতে হানা দিয়ে পিস্তল, খাকি উর্দি নিয়ে পালালেন চোর!

উত্তরপ্রদেশের কানপুরে একটি পুলিশ ফাঁড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তকে ধরতে পাঁচ জনের বিশেষ দল তৈরি করেছে পুলিশ।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২২ ১৬:৩১
অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গ্রাফিক: শৌভিক দেবনাথ।

পুলিশের ডেরায় ঢুকে খাকি উর্দি ও পিস্তল নিয়ে চম্পট দিল চোর! উত্তরপ্রদেশের কানপুরে একটি পুলিশ ফাঁড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় ফাঁড়ির ওসিকে সাসপেন্ড করা হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, নিউ আজাদ নগরে একটি ফাঁড়িতে চুরির ঘটনা ঘটেছে। ফাঁড়িতে দায়িত্বে ছিলেন সাব ইনস্পেক্টর সুধাকর পাণ্ডে। বুধবার গভীর রাতে ফাঁড়ির মধ্যে একটি বাক্স রাখা ছিল। সেই বাক্সটি নিয়ে চোর পালিয়েছেন বলে অভিযোগ। একটি পিস্তল ও ১০টি কার্তুজ চুরি গিয়েছে।

Advertisement

পুলিশ ফাঁড়ির মধ্যে চুরির ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্নের মুখে পড়েছে পুলিশি নিরাপত্তা। ফাঁড়ির দায়িত্বে থাকা সাব ইনস্পেক্টর সুধাকর পাণ্ডেকে সাসপেন্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ফাঁড়িতে যান পুলিশ সুপার ও অন্য আধিকারিকরা। ঘটনাস্থলে ফরেন্সিক দল গিয়ে তদন্ত করেছে। ফাঁড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে পাকড়াও করতে পাঁচ জনের একটি দল তৈরি করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও কাউকে পাকড়াও করা যায়নি।

Advertisement
আরও পড়ুন