কয়েক জন যুবক বার বার পাঁঠার মাংস চাইছিলেন বলে দাবি। প্রতীকী ছবি।
বিয়েবাড়িতে ক্যাটারিং কর্মীদের মারধর করার অভিযোগ উঠল কন্যাপক্ষের কয়েক জন যুবকের বিরুদ্ধে। মারধরে জখম হয়েছেন প্রায় ১৩ জন ক্যাটারিং কর্মী। ঘটনাটি বিহারের সুপল জেলার।
সংবাদ সংস্থা সূত্রে খবর, বুধবার রাতে একটি বিয়েবাড়িতে খাবার পরিবেশন করছিলেন ওই ক্যাটারিং কর্মীরা। সকলের পাতে পাঁঠার মাংস পরিবেশন করার সময় কর্মীরা দেখেন, চার-পাঁচ জন যুবকের একটি দল বার বার পাঁঠার মাংস চাইছিলেন। সেই মতো তাঁদের তা পরিবেশনও করা হয়। অভিযোগ, খাবার পরিবেশনের সময় ক্যাটারিং কর্মীদের গালিগালাজ করেন ওই যুবকরা। এর প্রতিবাদ করায় ক্যাটারিং কর্মীদের সঙ্গে ওই যুবকদের গোলমাল বেধে যায়।
এর পরই কন্যাপক্ষের কয়েক জন যুবক সেখানে গিয়ে তাঁদের উপর চড়াও হন বলে অভিযোগ। মারধরে তিন ক্যাটারিং কর্মী গুরুতর জখম হয়েছেন। বাকি ১০ জনের সামান্য আঘাত লেগেছে। তিন ক্যাটারিং কর্মীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁদের আঘাত গুরুতর।
ত্রিবেণীগঞ্জ থানায় এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন ক্যাটারিং কর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।