ডেভিড ওয়ার্নার। —ফাইল চিত্র।
নিজের ব্যাটের আঘাতে আহত হলেন ডেভিড ওয়ার্নার। বিগ ব্যাশ লিগে সিডনি ঠান্ডার এবং হোবার্ট হ্যারিকেন্সের ম্যাচে ঘটল এই ঘটনা। ওয়ার্নারের ঘাড়ে লাগে তাঁরই ব্যাট। চোট পেলেও ওয়ার্নার দমে যাননি। দলের ইনিংসের শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন।
ক্রিকেট মাঠে ব্যাট ভাঙার ঘটনা নতুন নয়। অনেক সময় দেখা যায়, ব্যাটার শট নেওয়ার পর তাঁর ব্যাটের একাংশ উড়ে যাচ্ছে। ওয়ার্নারের ক্ষেত্রে তেমন কিছু ঘটেনি। সিডনি থান্ডার্সের ইনিংসের মাঝে হোবার্টের রিলি মেরেডিথের বলে মিড অফে শট মারার পর তাঁর ব্যাটের হাতল থেকে বাকি অংশ আলগা হয়ে যায়। সুইংয়ের শেষ দিকে আলগা হয়ে যাওয়া অংশ ওয়ার্নারের ঘাড়ে লাগে। আঘাত পেয়ে চমকে ওঠেন ওয়ার্নার। উদ্বিগ্ন হয়ে পড়েন মাঠে থাকা অন্য ক্রিকেটারেরাও। ঘটনার ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে।
ওয়ার্নার অবশ্য বড় চোট পাননি। হেলমেট থাকায় বেঁচে গিয়েছেন। দলের চিকিৎসক ওয়ার্নারকে পরীক্ষা করেন। পরে ব্যাট বদল করে দলের ইনিংসের শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন তিনি। খেলেন ৮৮ রানের অপরাজিত ইনিংস। ওয়ার্নারের ইনিংসের সুবাদে ১৬৪ রান করে সিডনি থান্ডার্স । যদিও তারা জিততে পারেনি। টিম ডেভিডের ৩৮ বলে ৬৮ রানের ইনিংসের সুবাদে ১৬.৫ ওভারে ম্যাচ জিতে নেয় হোবার্ট হ্যারিকেন্স।