Bypoll

বদলে গেল কেরল, পঞ্জাব, উত্তরপ্রদেশের ১৪ বিধানসভায় উপনির্বাচনের দিন ১৩ নভেম্বরের বদলে কবে?

১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পাশাপাশি ১৫টি রাজ্যের দু’টি লোকসভা আসন এবং ৪৮টি বিধানসভা আসনে হচ্ছে উপনির্বাচন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৪ ১৬:০৩
কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিক দলগুলির অনুরোধে ভোটের দিন পরিবর্তন করা হয়েছে।

কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজনৈতিক দলগুলির অনুরোধে ভোটের দিন পরিবর্তন করা হয়েছে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কেরল, পঞ্জাব, উত্তরপ্রদেশের ১৪টি বিধানসভা আসনে উপনির্বাচনের দিন বদলে গেল। ১৩ নভেম্বরের বদলে ২০ নভেম্বর ওই ১৪টি আসনে ভোটগ্রহণ হবে। যদিও ফলাফল ঘোষণার দিন অপরিবর্তিতই থাকছে। ২৩ নভেম্বর হবে ফলাফল ঘোষণা। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের দিন পরিবর্তনের আর্জি জানিয়েছিল। সেই আর্জি মেনে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

Advertisement

তিন রাজ্যের বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন সময় বেশ কিছু উৎসব রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, কলপথি রসথোলসভম (১৩-১৫ নভেম্বর), কার্তিক পূর্ণিমা (১৫ নভেম্বর), গুরু নানকের প্রকাশ পর্ব (১৫ নভেম্বর)-এর জন্য রাজনৈতিক দলগুলি ভোটের দিন বদলের আর্জি জানিয়েছিল। তাদের আশঙ্কা, ওই সময়ে উৎসবে মেতে থাকবেন সাধারণ মানুষ। তাই ভোটদানের হার কমতে পারে। সেই যুক্তি মেনে ভোটগ্রহণের দিনক্ষণ পরিবর্তন করা হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। উত্তরপ্রদেশের ন’টি, পঞ্জাবের চারটি এবং কেরলের একটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ২০ নভেম্বর। উত্তরপ্রদেশের মীরাপুর, কুন্ডার্কি, গাজ়িয়াবাদ, খৈর, করহাল, সিশামৌ, ফুলপুর, কাটেহারি, মাঝাওয়ান, পঞ্জাবের ডেরা বাবা নানক, ছাব্বেওয়াল, গিদ্দেরবাহা, বর্নালা, কেরলের পলাক্কড়ে হবে উপনির্বাচন।

১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের পাশাপাশি ১৫টি রাজ্যের দু’টি লোকসভা আসন এবং ৪৮টি বিধানসভা আসনে হচ্ছে উপনির্বাচন। কেরলের ওয়েনাড় লোকসভা আসনেও উপনির্বাচন রয়েছে। সেখানে আগের মতো ১৩ নভেম্বর হচ্ছে ভোটগ্রহণ।

Advertisement
আরও পড়ুন