কুম্ভমেলার ‘চাওয়ালা বাবা’। ছবি: সংগৃহীত।
পূর্ণকুম্ভ ঘিরে জমজমাট উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। কয়েক কোটি পুণ্যার্থী ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন। এই মেলার আকর্ষণ বাড়িয়েছেন সাধুসন্তেরা। তেমনই মেলার এক ‘সাধুবাবা’ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন। তিনি ‘চাওয়ালা বাবা’। না, চা বিক্রি করেন না। তবে চা-ই তাঁর পেট ভরানোর একমাত্র রসদ। আর সে কারণেই তিনি ‘চাওয়ালা বাবা’ নামে পরিচিত।
জানা গিয়েছে, তিনি ৪১ বছর ধরে তিনি মৌনী রয়েছেন। তবে তাঁর যে বিষয়টি আরও নজর কাড়ছে তা হল, মেলা চত্বরে বসেই তিনি সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বিনামূল্যে অনলাইনে শিক্ষাদান করছেন। আইএএস, আইপিএস চাকরিপ্রার্থীরাও সেই তালিকায় রয়েছেন। দিনে ১০ বার চা খান ‘চাওয়ালা বাবা’। তাঁর আসল নাম দীনেশস্বরূপ ব্রহ্মচারী।
আইএএস এবং আইপিএস পরীক্ষার্থীদের পাশাপাশি উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস পরীক্ষার্থীদেরও বিনামূল্যে শিক্ষাদান করেছেন তিনি। পরীক্ষার্থীদের সব জবাব হোয়াট্সঅ্যাপে দিচ্ছেন। আবার তাঁদের জন্য পরীক্ষার প্রয়োজনীয় তথ্য লিখে সেগুলিও হোয়াট্সঅ্যাপের মাধ্যমে বিতরণ করছেন। আর এই ‘চাওয়ালা বাবা’কে দেখতে ভিড় জামাচ্ছেন লোকজন। ‘চাওয়ালা বাবা’র দাবি, প্রতি বছর তাঁর ২-৩ জন ছাত্রছাত্রী সিভিল সার্ভিস পরীক্ষায় মনোনীত হন। চা ছাড়াও ‘বাবা’র শখ রয়েছে দ্রুতগতির বাইক চালানো।