Crime

‘বদলা নিয়ে পরিবারের সম্মান বাঁচিয়েছি’! মায়ের প্রেমিককে খুনের পর পুলিশের কাছে স্বীকার কিশোরের

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লোকেশ গাঙ্গোয়ার। দুই কিশোরের মধ্যে এক জনের মায়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে লোকেশের। সংসার ছেড়ে দিয়ে তাঁর সঙ্গেই থাকতে শুরু করেন মহিলা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১১:৩০
অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ। —প্রতীকী ছবি।

মায়ের প্রেমিককে খুন করার অভিযোগ উঠল এক কিশোর এবং তার তুতো ভাইয়ের বিরুদ্ধে। ধরা পড়ার পর পুলিশের কাছে দুই কিশোর স্বীকার করে জানিয়েছে, তারা বদলা নিয়েছে। পরিবারের সম্মানরক্ষার্থে এই কাজ করতে বাধ্য হয়েছে তারা। দুই কিশোরের মুখে এমন কথা শুনে স্তম্ভিত পুলিশ আধিকারিকেরাও। ঘটনাটি উত্তরপ্রদেশের বরেলীর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম লোকেশ গাঙ্গোয়ার। দুই কিশোরের মধ্যে এক জনের মায়ের সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে লোকেশের। সংসার ছেড়ে দিয়ে তাঁর সঙ্গেই থাকতে শুরু করেন মহিলা। এই ঘটনা মহিলার ছেলে মেনে নিতে পারেনি। তার পরই লোকেশকে খুন করার পরিকল্পনা করে তারা। সুযোগের অপেক্ষায় ছিল তারা।

২১ জানুয়ারি সেই সুযোগও এসে যায়। ওই দিন সন্ধ্যায় দুই ভাই মিলে বাইক নিয়ে দিল্লি হাইওয়ের দিকে যায়। তখন সেখানে লোকেশকে দেখতে পায় তারা। মত্ত অবস্থায় ছিলেন তিনি। লোকেশকে মায়ের কথা জিজ্ঞাসা করে অভিযুক্ত কিশোর। তখন লোকেশ জানান, তার মা মহেশপুরে রয়েছে। লোকেশকে বাড়িতে নিয়ে যাওয়ার অছিলায় বাইকে বসায় তারা। তার পর একটি ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে লোকেশকে বেল্ট দিয়ে শ্বাসরুদ্ধ করে মারে তারা। পর দিন সকালে লোকেশের দেহ উদ্ধার হয়। তদন্তে নেমে পুলিশ দুই কিশোরের হদিস পায়। শনিবার তাদের গ্রেফতার করেছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে লোকেশের বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল ২০২১ সালে। জামিনে ছাড়া পেয়েছিলেন।

Advertisement
আরও পড়ুন