Shalimar-Santragachi line

তিরুপতি এক্সপ্রেসে অন্য ট্রেনের ধাক্কায় লাইনচ্যুত তিন বগি! শালিমার থেকে সাঁতরাগাছির লাইন বন্ধ

দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস। পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে আপাতত ট্রেন চলাচল বন্ধ শালিমার-সাঁতরাগাছি লাইনে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১১:২১
দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস।

দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস। —নিজস্ব চিত্র।

দুর্ঘটনার কবলে তিরুপতি এক্সপ্রেস। পদ্মপুকুর স্টেশনের কাছে তিরুপতি এক্সপ্রেসের সঙ্গে অন্য একটি ট্রেনের সংঘর্ষ হয়। যার জেরে আপাতত ট্রেন চলাচল বন্ধ শালিমার-সাঁতরাগাছি লাইনে।

Advertisement

রবিবার বেলার দিকে পদ্মপুকুর স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। দু’টি এক্সপ্রেস ট্রেনই খালি ছিল। তিরুপতি এক্সপ্রেস যাচ্ছিল শালিমারের উদ্দেশে। সেই সময় অন্য এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে সংঘর্ষ হয়। তিরুপতির দু’টি বগি লাইনচ্যুত হয়েছে। অন্য এক্সপ্রেস ট্রেনটির এক বগি।

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের ইঞ্জিনিয়ারেরা। লাইনচ্যুত হওয়া বগিগুলিকে সরানোর কাজও শুরু হয়ে গিয়েছে। কিন্তু কী ভাবে ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছেন রেলের আধিকারিকেরা।

এর ফলে ট্রেন চলাচল ব্যাহত হয় ওই লাইনে। তবে রেল সূত্রের বক্তব্য, শীঘ্রই যাতে ট্রেন চলাচল স্বাভাবিক করা যায়, সেই চেষ্টাই করছে তারা। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে এক জন মহিলা লাইন্সম্যান ছিলেন। তাঁর তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে খবর। কারণ, সে সময় সাঁতরাগাছি থেকে ধৌলি এক্সপ্রেস আসছিল দ্রুত গতিতে। ওই লাইন্সম্যান লাল পতাকা দেখিয়ে তাকে দাঁড় করিয়ে দেন। না হলে ধৌলি এক্সপ্রেসও দুর্ঘটনার কবলে পড়ত।

Advertisement
আরও পড়ুন