Retired Judge

স্ত্রীর জন্মদিন পালন করে ট্রেনের সামনে ঝাঁপ প্রাক্তন বিচারকের, পকেট থেকে মিলল নাম-ঠিকানা

রবীন্দ্রের ট্রাউজার্সের পকেট থেকে কিছু টাকা এবং সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই নোটে নিজের নাম, ফোন নম্বর, ঠিকানা লিখে রেখেছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২১:৫১
ট্রেন লাইনের ধার থেকে মিলেছে বৃদ্ধের দেহ।

ট্রেন লাইনের ধার থেকে মিলেছে বৃদ্ধের দেহ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

আগের রাতে ধুমধাম করে বাড়িতে স্ত্রীর জন্মদিন পালন করেছিলেন অবসরপ্রাপ্ত বিচারক। পরের দিন সকালে হরিয়ানা কুরুক্ষেত্র জেলার শাহবাদ-মার্কণ্ড স্টেশনের কাছ থেকে মিলল তাঁর দেহ। পুলিশের প্রাথমিক ধারণা, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি। পকেটে নাম, ঠিকানা লেখা একটি চিরকূটও মিলেছে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতের নাম রবীন্দ্রকুমার কাশ্যপ। তাঁর বয়স ৭৮ বছর। পঞ্চকুলা জেলা আদালতের বিচারক ছিলেন তিনি। বেশ কয়েক বছর আগে অবসর নিয়েছেন। পঞ্চকুলাতেই তাঁর বাড়ি। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। বেলা গড়িয়ে গেলেও আর ফেরেননি। পরে শাহবাদে রেল লাইনের ধারে তাঁর দেহ মিলেছে। পুলিশ আধিকারিক কমল কুমার জানিয়েছেন, বুধবার রাতে স্ত্রী সরলা কাশ্যপের জন্মদিন পালন করেছিলেন রবীন্দ্র। বৃহস্পতিবার সকালে পরিবারকে জানিয়েছিলেন, হাঁটতে বেরোচ্ছেন। তার পর আর বাড়ি ফেরেননি।

কুমার আরও জানিয়েছেন, রবীন্দ্রের ট্রাউজার্সের পকেট থেকে কিছু টাকা এবং সুইসাইড নোট উদ্ধার হয়েছে। সেই নোটে নিজের নাম, ফোন নম্বর, ঠিকানা লিখে রেখেছিলেন তিনি। সেই সঙ্গে আরও লিখেছিলেন, তাঁর মৃত্যুর জন্য কেউ দায়ী নন। মৃতের পকেটে মেলা নম্বরে ফোন করে রবীন্দ্রের স্ত্রীকে খবর দিয়েছে পুলিশ। তাঁরা শাহবাদে এসে মৃতকে শনাক্ত করেছেন। রবীন্দ্রের ছেলে নিপুণ জানিয়েছেন, বছর কয়েক আগে পর্যন্ত শাহবাদেই থাকতেন তাঁরা। তার পরে পঞ্চকুলার সেক্টর ২৭-এ চলে গিয়েছিলেন। বুধবার রাতেই স্ত্রী সরলার জন্মদিন পালন করেছিলেন। পরের দিন চরম পদক্ষেপ করেন তিনি।

Advertisement
আরও পড়ুন