মালদহে ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ আটকাল বিএসএফ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাতের অন্ধকারে ভারত-বাংলাদেশ সীমান্ত পেরিয়ে নিষিদ্ধ কাশির ওষুধ পাচারের চেষ্টা। পাচার এবং অনুপ্রবেশ রুখে দিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার গভীর রাতে মালদহের কালিয়াচক থানা এলাকার নবাদায় ঘটনাটি ঘটে। বিএসএফ শূন্যে গুলি চালালে বাংলাদেশের দিকে পালিয়ে যায় পাচারকারীরা।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে সীমান্ত এলাকায় কয়েক জনের অস্বাভাবিক গতিবিধি নজরে আসে বিএসএফের। তার পরেই সার্চলাইট ফেলা হয়। আশপাশে থাকা বিএসএফ আধিকারিকেরাও জড়ো হন। তার পর শূন্যে গুলি ছোড়া হয়। গা ঢাকা দেন পাচারকারীরা। ৫৭২ বোতল নিষিদ্ধ কাশির ওষুধ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে এই নিষিদ্ধ ওষুধগুলি মাদক হিসাবে ব্যবহারের জন্য পাচার করা হচ্ছিল।
সম্প্রতি মালদহের কালিয়াচকেই বাখরাবাদ পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া বসানো ঘিরে উত্তেজনার সৃষ্টি হয়। বিএসএফ কাঁটাতার বসাতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনাকে ঘিরে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। সীমান্তের দু’ধারে জড়ো হন দু’দেশের দুই গ্রামের বাসিন্দারা।