Kolkata Metro

ভিড় সামলাতে সকাল, সন্ধ্যার ব্যস্ত সময়ে সাত জোড়া অতিরিক্ত মেট্রো, কমছে অপেক্ষার সময়

মেট্রোর তরফে জানানো হয়েছে, প্রতি দিন সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অতিরিক্ত ১৪টি পরিষেবা চলবে নোয়াপাড়া থেকে কবি সুভাষ রুটে।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ২১:২৭
ব্যস্ত সময়ে দমদম থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে ৬ মিনিট অন্তর মেট্রো চলবে।

ব্যস্ত সময়ে দমদম থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে ৬ মিনিট অন্তর মেট্রো চলবে। — ফাইল চিত্র।

সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোযাত্রীদের ‘দমবন্ধ’ অবস্থা হচ্ছে ইদানীং। ভিড়ের ঠেলায় অনেক সময় মেট্রোয় চাপতেও পারেন না অনেকে। এ বার সেই ভিড় সামাল দেওয়ার জন্য ১৪টি অতিরিক্ত পরিষেবা চলবে ব্লু লাইনে (কবি সুভাষ থেকে নোয়াপাড়া)। আগামী সোমবার থেকে এই পরিষেবা চালু হবে। তবে আপাতত পরীক্ষামূলক ভাবে। সাতটি পরিষেবা মিলবে আপ লাইনে এবং সাতটি ডাউন লাইনে।

Advertisement

মেট্রোর তরফে জানানো হয়েছে, প্রতি দিন সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অতিরিক্ত ১৪টি পরিষেবা চলবে নোয়াপাড়া থেকে কবি সুভাষ রুটে। এর ফলে সকাল এবং বিকেলের ওই ব্যস্ত সময়ে দমদম থেকে কবি সুভাষ স্টেশনের মধ্যে ৬ মিনিট অন্তর মেট্রো চলবে। যাত্রীদের কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ।

সকালে নোয়াপাড়া, দক্ষিণেশ্বর, কবি সুভাষ, মহানায়ক উত্তমকুমার থেকে প্রথম মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। রাতে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর এবং দমদম গামী শেষ মেট্রো ছাড়ার সময় অপরিবর্তিত থাকছে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো আগে ছাড়ত রাত ৯টা ৩৩ মিনিটে। সোমবার থেকে তা ৯টা ২৮ মিনিটে ছাড়বে। সোম থেকে শুক্রবার ব্লু লাইনে রাতে বিশেষ ট্রেন আগের মতোই চলবে। কবি সুভাষ এবং দমদম স্টেশন থেকে ছাড়বে রাত ১০টা ৪০ মিনিটে।

Advertisement
আরও পড়ুন