প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (বাঁ দিকে) এবং ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেল। — ফাইল চিত্র।
ছত্তীসগঢ়ে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে আবার ‘মহাদেব বেটিং অ্যাপ’ দুর্নীতি মামলার প্রসঙ্গ তুলে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিলাসপুর লাগোয়া মুঙ্গেলি জেলায় বিজেপির সভায় তিনি বলেন, ‘‘ভগবান মহাদেবের নাম নিয়েও দুর্নীতি করেছে এই রাজ্যের কংগ্রেস সরকার। কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে তাই ৫০৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) তদন্ত শুরু হয়েছে।’’
ছত্তীসগঢ়ে এ বারের বিধানসভা ভোটে কংগ্রেস পরাস্ত হবে বলে দাবি করে মোদী বলেন, ‘‘মুখ্যমন্ত্রী ভূপেশ বঘেলও তাঁর পাটন আসনে ভোটে হারবেন। আমাকে দিল্লির কয়েক জন রাজনৈতিক বিশ্লেষক এবং সাংবাদিক এ কথা বলেছেন।’’ মুখ্যমন্ত্রী বঘেল সোমবার দুর্গ জেলার ঝঞ্জগিয়ে দীপাবলী-পরবর্তী গৌরগৌরী পুজোয় অংশ নিতে গিয়েছিলেন। সেই অনুষ্ঠানের পরে তিনি বলেন, ‘‘ইডি, সিবিআই, আয়কর বিভাগ তো এখন বিজেপির সংগঠনে পরিণত হয়েছে। তারা কী ভাবে তদন্ত করে মানুষ জানেন।’’
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর ইডি-র তরফে দাবি করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভিলাই থেকে অসীম দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে তারা। কেন্দ্রীয় সংস্থাটির তরফে অভিযোগ করা হয়, কংগ্রেসের নির্বাচনের খরচ জোগাতে ওই ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরশাহি থেকে পাঠিয়েছিলেন ‘মহাদেব’ অ্যাপের মালিকেরা। ইডি-র দাবি, ‘বঘেল’ নামে এক রাজনীতিককে দেওয়ার জন্য অসীম ৫.৩৯ কোটি টাকা নিয়ে এসেছিলেন দুবাইয়ে আশ্রয় নেওয়া ‘মহাদেব অ্যাপ’-এর মালিকের থেকে।
এর পরেই সরাসরি বঘেলের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন বিজেপির সর্বভারতীয় আইটি সেলের নেতা অমিত মালবীয়। ৪ নভেম্বর বঘেলের জেলা দুর্গে বিজেপির সভায় মোদী বলেন, ‘‘এই রাজ্যের কংগ্রেস সরকার আপনাদের লুট করতে কোনও সুযোগই ছাড়ছে না। এমনকি মহাদেবের নামে লুট করতেও ছাড়ছে না তারা।’’
মোদীর ওই মন্তব্যের দু’দিন পরেই মামলার অন্যতম অভিযুক্ত তথা ‘মহাদেব বেটিং অ্যাপ’-এর মালিক শুভম সোনি সংযুক্ত আরব আমিরশাহি থেকে একটি ভিডিয়ো-বার্তায় (যার সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি) অভিযোগ করেন, বঘেলই তাঁকে দুবাই যেতে ‘পরামর্শ’ দিয়েছিলেন। প্রসঙ্গত, গত ৭ নভেম্বর ছত্তীসগঢ়ের ৯০টি বিধানসভা আসনের মধ্যে ভোটগ্রহণ হয়েছে মাওবাদী-উপদ্রুত ২০টি কেন্দ্রে। আগামী ১৭ নভেম্বর দ্বিতীয় তথা শেষ দফায় ৭০টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। ভোটের গণনা আগামী ৩ ডিসেম্বর। রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলঙ্গানা এবং মিজ়োরামের সঙ্গে।