Priyanka Sarkar

আবারও সমপ্রেমে আকৃষ্ট প্রিয়াঙ্কা সরকার! পর্দায় নায়িকা কার সঙ্গে সম্পর্কে জড়ালেন?

ফের সমপ্রেমী চরিত্রে প্রিয়াঙ্কা সরকার। এ বার তাঁর বিপরীতে পামেলা।

Advertisement
আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪ ২৩:৫৯
প্রিয়াঙ্কা সরকার।

প্রিয়াঙ্কা সরকার। ছবি: সংগৃহীত।

আবারও নাকি সমপ্রেমে জড়াচ্ছেন প্রিয়াঙ্কা সরকার? টলিউড বলছে, সবটাই রুপোলি পর্দার খাতিরে। খবর, বড় পর্দায় সমপ্রেমের গল্প বলবেন পরিচালক পায়েল চৌধুরী। প্রযোজনায় জয়ন্ত মুখোপাধ্যায়। ছবির নাম ‘বৃষ্টির রাত্রি’। এই ছবিতেই সমপ্রেমী চরিত্রে প্রিয়াঙ্কা। বিপরীতে ছোট পর্দার পামেলা। ছবিতে প্রযোজকও অভিনয় করবেন। ছবির ‘লুক’ প্রথম প্রকাশিত আনন্দবাজার অনলাইনের পাতায়। প্রসঙ্গত, এর আগে ওয়েব সিরিজ় ‘হ্যালো’তে সমপ্রেমী চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।

Advertisement
সমপ্রেমী চরিত্রে প্রিয়াঙ্কা। বিপরীতে ছোট পর্দার পামেলা।

সমপ্রেমী চরিত্রে প্রিয়াঙ্কা। বিপরীতে ছোট পর্দার পামেলা। ছবি: সংগৃহীত।

“শুধু সমপ্রেম নয়, আরও বিশদে বলতে গেলে ‘বৃষ্টির রাত্রি’ একটি মনস্তাত্ত্বিক থ্রিলার। সমপ্রেম এই ছবির গুরুত্বপূর্ণ অনুঘটক। তবে কাহিনির প্রয়োজনেই এই সম্পর্ক উঠে আসে প্রেক্ষাপটে, আর পাঁচটা সম্পর্কের মতো করেই। প্রিয়াঙ্কা আর পামেলাকে ভেবে চিত্রনাট্য লিখেছি”, আনন্দবাজার অনলাইনকে বললেন পরিচালক পায়েল। জানিয়েছেন, ছবির মধ্যে ছবির গল্প বলতে চলেছেন তিনি। সেই অনুযায়ী তাঁর গল্পের কেন্দ্রীয় চরিত্র ‘বৃষ্টি’ এক জনপ্রিয় পরিচালক। মায়ের মৃত্যুর পর নতুন ছবির গল্প লেখার জন্য শহরের কোলাহল থেকে দূরে একটি ফার্ম হাউসে আসে। সেখানে তার পরিচয় হয় নীলেশ ও তার স্ত্রী রাত্রির সঙ্গে। নীলেশ এবং রাত্রির বয়সের ব্যবধান তাঁদের সম্পর্কের অন্যতম বাধা, সেটাও বুঝতে পারে বৃষ্টি। এর পর ক্রমেই রাত্রির প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। তবে এর মধ্যেই রাত্রির জীবনের কিছু গভীর সত্যি প্রকাশ্যে আসে। এ বার গল্প মোড় নেবে কোন দিকে? তারই জবাব খুঁজবে এই ছবি।

ছবিতে ক্যামেরা সামলাবেন তন্ময় আচার্য। গানের দায়িত্বে সৌম্য শিকদার। নেপথ্যশিল্পী পৌষালী বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, শুটিং শুরু হবে শীঘ্রই।

Advertisement
আরও পড়ুন