নীতীশ কুমার। —ফাইল চিত্র।
বিধানসভা ভোট হওয়ার কথা ১১ মাস পরে। কিন্তু বিহারে জোটে মুখ্যমন্ত্রী হিসাবে জেডিইউ প্রধান নীতীশ কুমারের নামে আগেভাগেই সিলমোহর দিয়ে দিল বিজেপি। এনডিএর অন্দরে জল্পনা এড়াতেই নরেন্দ্র মোদী-আমিত শাহদের দলের এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
২০২৫ সালের অক্টোবর-নভেম্বরে বিহারের বিধানসভা ভোট হওয়ার কথা। বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্যস্তরের নেতারা ওই ভোট নিয়ে দু’দিনের বৈঠক করেছেন হরিয়ানার সূরজকুন্ডে। বৈঠক শেষে বিহার বিজেপির সভাপতি দিলীপ জয়সওয়াল বলেন, ‘‘মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সংশয়ের কোনও অবকাশ নেই। নীতীশজির নেতৃত্বেই আমরা বিহারে বিধানসভা ভোটে লড়ব।’’
মহারাষ্ট্রে শিবসেনা (শিন্ডে)-র মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বে লড়ে বিপুল জয় পেলেও এ বার মুম্বইয়ের কুর্সি তাঁকে ছাড়েননি মোদী-শাহেরা। নিজেদের দলের দেবেন্দ্র ফডণবীসকে ফিরিয়ে দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রিত্ব। এই আবহে বিহারের বিধানসভা ভোটে ক্ষমতাসীন জোট জিতলে নীতীশের ‘পরিণতি’ শিন্ডের মতোই হবে কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিধানসভা ভোটের আগে এমন অনিশ্চয়তার আবহ এনডিএর অন্দরে টানাপড়েন তৈরি করতে আঁচ করেই বিহার নিয়ে দ্রুত বিজেপি অবস্থান স্পষ্ট করল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তা ছাড়া, তাঁদের মতে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুর তেলুগু দেশমের মতোই নীতীশের জেডিইউ সাংসদদের উপরেও লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য অনেকাংশে মুখাপেক্ষী মোদী সরকার।