Delhi Assembly Election 2025

কেজরীর ‘একলা চলো’র বার্তার পরেই কংগ্রেসে তৎপরতা, দিল্লির বিধানসভা ভোট নিয়ে বৈঠক বৃহস্পতিতে

কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, চলতি সপ্তাহেই প্রথম দফার প্রার্থিতালিকা প্রকাশ করা হবে। ২৫ জানুয়ারি মধ্যে প্রকাশিত হতে পারে সব প্রার্থীর নাম।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ ০৯:১২
(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল। (ডান দিকে) রাহুল গান্ধী।

(বাঁ দিকে) অরবিন্দ কেজরীওয়াল। (ডান দিকে) রাহুল গান্ধী। ফাইল চিত্র।

আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরীওয়াল ‘একলা চলো’র কথা ঘোষণা করার পরেই দিল্লির বিধানসভা ভোট নিয়ে তৎপর হল কংগ্রেস। বৃহস্পতিবার প্রার্থিতালিকা চূড়ান্ত করতে বৈঠকে বসছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী-সহ দলের কোর কমিটির সদস্যেরা।

Advertisement

কংগ্রেসের একটি সূত্র জানাচ্ছে, চলতি সপ্তাহেই প্রথম দফার প্রার্থিতালিকা প্রকাশ করা হবে। ২৫ জানুয়ারিj মধ্যে প্রকাশিত হতে পারে সব প্রার্থীর নাম। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ মনে করছেন, গত এক দশক ধরে দিল্লিতে ‘শূন্য’ পাওয়া কংগ্রেস এ বার ‘ধীরে চলো’ নীতি চাইছে। টিকিট না-পাওয়া আপ এবং বিজেপি নেতাদের দিকে তাদের ‘নজর’ রয়েছে। বুধবারই আপের টিকিট না-পেয়ে কংগ্রেসে যোগ দিয়েছেন উত্তর-পূর্ব দিল্লির সীলমপুর আসনের আপ বিধায়ক আব্দুল রহমান। তাঁকে ওই আসনে প্রার্থী করা হতে পারে।

আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সে ক্ষেত্রে ডিসেম্বরের শেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। কেজরীর দল ইতিমধ্যেই দু’দফায় ৩১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে দিল্লির ৭০টি আসনের মধ্যে ৬২টি আসনে জয়ী হয়েছিল আপ। বিজেপি পেয়েছিল আটটি আসন।

আবগারি দুর্নীতি মামলায় অভিযুক্ত কেজরী সাড়ে ন’বছর মুখ্যমন্ত্রিত্ব সামলানোর পরে গত সেপ্টেম্বরে ইস্তফা দেন। তাঁর স্থলাভিষিক্ত হন আতিশী মার্লেনা। লোকসভা ভোটে দিল্লিতে আপ-কংগ্রেস সমঝোতা করে লড়লেও সাতটি আসনেই জিতেছে বিজেপি। এই পরিস্থিতিতে কেজরী বুধবার ফের জানিয়েছেন, কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে নয়, একার শক্তিতেই দিল্লি বিধানসভা ভোটে লড়বে আপ। ঘটনাচক্রে, তার পরেই বিধানসভা ভোট নিয়ে সক্রিয় হল কংগ্রেস।

Advertisement
আরও পড়ুন