দেশপ্রেম দিবসের অনুষ্ঠান। নাকতলায়। —নিজস্ব চিত্র।
সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার নাকতলায় ‘জয় হিন্দ দেশপ্রেমী মঞ্চ’ পালন করল ‘দেশপ্রেম দিবস’। মঞ্চের সাধারণ সম্পাদক, অভিনেত্রী পাপিয়া দেবরাজনের নেতৃত্বে আয়োজিত ওই অনুষ্ঠানে সুভাষচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্টেরা। জাতীয় পতাকা উত্তোলন, ‘দেশপ্রেম দিবস’ লেখা প্রায় ১৩ কেজির কেক কাটার পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন সুভাষচন্দ্রের প্রপৌত্র চন্দ্র বসু। ছিলেন তৃণমূল কংগ্রেসের পুর-প্রতিনিধি মিতালি বন্দ্যোপাধ্যায়, আরএসপি-র কলকাতা জেলা সম্পাদক দেবাশিস মুখোপাধ্যায়, সিপিএমের শতরূপ ঘোষ-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব। চন্দন সেন, দেবদূত ঘোষ, সুদেষ্ণা রায়-সহ অভিনয় ও বিনোদন জগতের এক ঝাঁক ব্যক্তিত্ব যোগ দিয়েছিলেন অনুষ্ঠানে। কয়েকটি নৃত্য ও সঙ্গীত প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে শামিল হয়েছিলেন।