GDP

বিশ্ব অর্থনীতি নিয়ে দাভোসে সতর্কবার্তা

গত ক’বছর ধরে বাণিজ্যে পাঁচিল তোলার ধারা দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মধ্যে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফের ক্ষমতায় আসার পরে যা গতি পাবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৬:০৭
০.৬-৫.৭ লক্ষ কোটি ডলার হারাতে পারে বিশ্ব অর্থনীতি।

০.৬-৫.৭ লক্ষ কোটি ডলার হারাতে পারে বিশ্ব অর্থনীতি। —প্রতীকী চিত্র।

ভূ-রাজনৈতিক স্বার্থ পূরণ করতে গিয়ে শুল্ক বসানো, নিষেধাজ্ঞা চাপানোর মতো অর্থনৈতিক তথা বাণিজ্যে বাধা তৈরি করা নিয়ে সতর্ক করল ওয়ার্ল্ড ইকনমিক ফোরাম। তাদের রিপোর্ট বলছে, যে ভাবে গত কয়েক বছরে এই প্রবণতা মাথা তুলেছে, তাতে বিশ্বের জিডিপি কমতে পারে ৫.৮ লক্ষ ডলার পর্যন্ত। যা করোনার ধাক্কা তো বটেই, ২০০৮ সালের বিশ্ব মন্দার থেকেও খারাপ। পাশাপাশি, মূল্যবৃদ্ধি বাড়তে পারে ৫% পর্যন্ত। আর এই ধারা বজায় থাকলে ভারত-সহ সম্ভাবনাময় দেশগুলিকে সবচেয়ে বেশি ভুগতে হবে বলেও সতর্ক করেছে তারা।

Advertisement

গত ক’বছর ধরে বাণিজ্যে পাঁচিল তোলার ধারা দেখা যাচ্ছে বিভিন্ন দেশের মধ্যে। আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ফের ক্ষমতায় আসার পরে যা গতি পাবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। ইতিমধ্যেই ভারত, চিন-সহ বিভিন্ন দেশের পণ্যে চড়া হারে শুল্ক বসানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাশাপাশি, ইউক্রেন আক্রমণের পরে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছে পশ্চিমী দুনিয়া। নিষেধাজ্ঞা রয়েছে ইরান, চিনের উপরেও। সব মিলিয়ে ২০১৭ সাল থেকে নিষেধাজ্ঞার ব্যবহার বেড়েছে ৩৭০%।

রিপোর্টে বলা হয়েছে, এই ধরনের সিদ্ধান্ত বহাল থাকলে ০.৬-৫.৭ লক্ষ কোটি ডলার হারাতে পারে বিশ্ব অর্থনীতি। যা সারা পৃথিবীর জিডিপি-র৫%। এর মধ্যে ভারত, ব্রাজ়িল, তুরস্ক ছাড়া দক্ষিণ আমেরিকা, আফ্রিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বৃদ্ধির হার ধাক্কা খেতে পারে ১০% পর্যন্ত। বিশ্বের মূল্যবৃদ্ধিকেও তা ৫% ঠেলে তুলতে পারে।


Advertisement
আরও পড়ুন