Congress

নির্যাতিতার পরিবারকে আশ্বাস কংগ্রেসের

প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার কংগ্রেসের একটি প্রতিনিধিদল এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছে।

Advertisement
নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫ ০৬:০৫
দক্ষিণ ২৪ পরগনায় নির্যাতিতার বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

দক্ষিণ ২৪ পরগনায় নির্যাতিতার বাড়িতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। —নিজস্ব চিত্র।

আর জি কর মামলার রায় ঘোষণার দিনেই দক্ষিণ ২৪ পরগনায় এক কিশোরীকে ধর্ষণ-খুনের যে অভিযোগ সামনে এসেছিল, সেই ঘটনায় নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন কংগ্রেস নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে বৃহস্পতিবার কংগ্রেসের একটি প্রতিনিধিদল এলাকায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছে। প্রতিনিধিদলে ছিলেন আশুতোষ চট্টোপাধ্যায়, নিজামুদ্দিন, অর্ঘ্য গণ, দক্ষিণ ২৪ পরগনা (২) জেলা সভাপতি জয়ন্ত দাস প্রমুখ। শুভঙ্কর জানান, কংগ্রেস পরিবারটিকে সব রকম ভাবে আইনি সহযোগিতা দেবে। পুলিশকে নিশানা করে তিনি বলেছেন, “নাবালিকা নিখোঁজ হওয়ার অভিযোগ জানানো হলেও পুলিশ সক্রিয় ছিল না। পর পর নারী নির্যাতনের ঘটনায় রাজ্যের ভাবমূর্তি ম্লান হয়ে যাচ্ছে।” কংগ্রেস নেতৃত্বের দাবি, তাঁদের কাছে এলাকার মহিলারা জানিয়েছেন, বাড়ির মেয়েদের স্কুলে পাঠানোও নিরাপদ বলে মনে করছেন না তাঁরা। এই সূত্রেই প্রত্যন্ত এলাকায় মোটরবাইকে করে পুলিশের টহল এবং এই ধরনের ঘটনা আটকাতে সবাইকে নিয়ে পল্লি কমিটি তৈরির দাবিও জানিয়েছেন প্রদেশ সভাপতি।

Advertisement
Advertisement
আরও পড়ুন