Rahul Gandhi

রাহুল গান্ধীকে এ বার সমন পাঠাল বরেলীর আদালত, হাজিরা দিতে হবে ৭ জানুয়ারি

আগেও একাধিক মামলায় দেশের বিভিন্ন আদালত থেকে সমন পাঠানো হয়েছে রায়বরেলীর সাংসদকে। কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে, কখনও আবার আরএসএস নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ ১৫:০১
Bareilly Court Summons Rahul Gandhi Over Caste Census Remark

কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। —ফাইল চিত্র।

এ বার বরেলীর এক আদালত সমন পাঠাল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে। আগামী ৭ জানুয়ারি তাঁকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগেও অন্য একাধিক মামলায় দেশের বিভিন্ন আদালত থেকে সমন পাঠানো হয়েছে রায়বরেলীর সাংসদকে। কখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডিগ্রি বিতর্কে, কখনও আবার আরএসএস নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে কংগ্রেস নেতার বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে।

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ জানুয়ারি রাহুলকে হাজিরা দিতে বলেছে বরেলীর আদালত। সেই মর্মে নোটিস পাঠানো হয়েছে। লোকসভা নির্বাচনে জাতগণনা নিয়ে এক মন্তব্যের জেরে আদালতে মামলা হয়। আবেদনকারী পঙ্কজ পাঠকের দাবি, রাহুলের মন্তব্য দেশে ‘গৃহযুদ্ধে’র সূচনা করতে পারে। তাঁর কথায়, ‘‘আমরা অনুভব করেছি, রাহুল গান্ধী জাতগণনা নিয়ে যে মন্তব্য করেছিলেন, তা দেশে গৃহযুদ্ধ শুরু করার চেষ্টার মতো। আমরা প্রথমে এমপি-এমএলএ আদালতে তাঁর বিরুদ্ধে মামলা করেছিলাম। কিন্তু তা খারিজ হয়ে যায়। তার পরই আমরা জেলা জজ আদালতে যাই। সেখানে আমাদের আবেদন গৃহীত হয়েছে এবং রাহুলকে নোটিস পাঠানো হয়েছে।’’

লোকসভা নির্বাচনের আগে হায়দরাবাদে একটি প্রচারসভায় রাহুল বলেছিলেন, যদি কংগ্রেস ক্ষমতায় আসে তবে দেশব্যাপী জাতগণনা ছাড়া আরও কিছু সমীক্ষা করবে। দেশের জনগণের মধ্যে সম্পদের বণ্টন নিশ্চিত করতে একটি আর্থিক সমীক্ষাও চালাবে কংগ্রেস। ভাষণে রাহুল বলেন, ‘‘ওবিসি, তফসিলি জাতি ও উপজাতি এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে কত জন রয়েছেন, তা নির্ধারণ করতে আমরা প্রথমে দেশব্যাপী সমীক্ষা চালাব। তার পর আমরা জনগণের সম্পদের বণ্টন নিশ্চিত করার পদক্ষেপ করব।’’ রাহুলের এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়। এ বার বিষয়টি গড়াল আদালতে।

Advertisement
আরও পড়ুন