গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।
সম্ভলের জামা মসজিদকে ‘বিতর্কিত সৌধ’ হিসাবে চিহ্নিত করল ইলাহাবাদ হাই কোর্ট। মঙ্গলবার আদালত জানিয়েছে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (এএসআই)-এর তত্ত্বাবধানে ওই সৌধ পরিষ্কারে আপত্তি জানিয়ে দায়ের হওয়া মামলার শুনানি হবে আগামী সোমবার (১০ মার্চ)।
ইলাহাবাদ হাই কোর্ট গত ২৭ ফেব্রুয়ারি এএসআই-এর পরিচালনাধীন ওই সৌধ পরিষ্কারে সম্মতি দিয়েছিল। কিন্তু জামা মসজিদ কমিটি চুনকামের আবেদন জানালেও, সে বিষয়ে কোনও নির্দেশ দেওয়া হয়নি। এএসআই সমীক্ষার বিরুদ্ধে মসজিদ কমিটির আবেদন নিয়েও কোনও নির্দেশ দেয়নি আদালত। এ বিষয়ে এএসআইয়ের মত চেয়েছিল হাই কোর্ট। এএসআই-এর আইনজীবী মঙ্গলবার আদালতের কাছে আরও সময় চান। এর পরে ১০ মার্চ শুনানির দিন ঘোষণা করা হয়।
প্রসঙ্গত, সম্ভলের স্থানীয় আদালতে একটি মামলায় দাবি করা হয়েছিল, সেখানকার শাহি মসজিদ মোগল সম্রাট বাবরের আমলে হরিহর মন্দির ভেঙে তৈরি হয়েছিল। গত ১৯ নভেম্বর মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই নিম্ন আদালতের বিচারক আদিত্য গোস্বামী কমিশনার নিয়োগ করে মসজিদে সেই দিনই সমীক্ষার নির্দেশ দেন। কোট গারভী এলাকায় প্রথম দিনের সমীক্ষা নির্বিঘ্নেই করা হয়েছিল।
কিন্তু এর পর ২৪ নভেম্বর দ্বিতীয় বার সমীক্ষার সময়ে উত্তেজনা ছড়ায়। তাতে পাঁচ জনের মৃত্যু হয়। পুলিশের গুলিতেই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। উত্তরপ্রদেশের বিজেপি সরকার এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মেরুকরণের রাজনীতির অভিযোগ তুলে সমাজবাদী পার্টি এবং কংগ্রেস নেতৃত্ব সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। উত্তরপ্রদেশ পুলিশ এই ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে সমাজবাদী পার্টির স্থানীয় সাংসদ জ়িয়াউর রহমান বর্কের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। এই পরিস্থিতিতে শাহি মসজিদ চত্বরে সমীক্ষার নির্দেশের বিরোধিতা করে মসজিদ কমিটি সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে আবেদন জানিয়েছে।