ছবি: এক্স থেকে নেওয়া।
মায়ানমারের জোড়া ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছে দেশটি। জোরালো কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী তাইল্যান্ডেও। মায়ানমারে ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে ব্যাঙ্ককের দূরত্ব প্রায় ৯০০ কিলোমিটার হলেও সেখানেও তীব্র কম্পন অনুভূত হয়েছে। ভেঙে পড়েছে গগনচুম্বী নির্মীয়মাণ বহুতল। অনেকে আটকে পড়েছেন। ভূমিকম্পের বিপুল ক্ষয়ক্ষতির ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তেমনই একটি ভয়াবহ দৃশ্য প্রকাশ্যে এসেছে গতকাল ২৮ মার্চ। ভিডিয়োটি দেখে শিউরে উঠেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। পোস্ট করার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ভূমিকম্পের আঘাতে তাইল্যান্ডের একটি নির্মীয়মাণ বহুতলের জন্য রাখা বিশাল একটি ক্রেন ভেঙে পড়ছে। সেই মুহূর্তে যন্ত্রটি চালনা করার জন্য তার মধ্যে এক ব্যক্তিও উপস্থিত ছিলেন ওই ক্রেনের মধ্যে। ভূমিকম্পের অভিঘাতে ক্রেনটি মাঝামাঝি দু’টুকরো হয়ে যেতে দেখা গিয়েছে সেই ভিডিয়োয়। ক্রেনটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে সেখানে থাকা ক্রেনচালককেও ছিটকে পড়ে যেতে দেখা গিয়েছে। আকাশচুম্বী বহুতলের সমান উঁচু দূরত্ব থেকে মাটিতে ছিটকে পড়ার দৃশ্যটি ক্যামেরা বন্দি হয়েছে ওই ভিডিয়োয়। সেই ভয়াবহ দৃশ্য দেখে নীচে দাঁড়িয়ে থাকা লোকজন চিৎকার করে ওঠেন। ক্রেনটি উপরের অংশ নীচের অংশের সঙ্গে ধাক্কা খেয়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। কোনওভাবেই বাঁচানো সম্ভব হয়নি ওই ক্রেনচালককে।
ভিডিয়োটি ‘আয়ান মাইল্স চেওন’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হওয়ার পর তা দেখে ভূমিকম্পের ভয়াবহতা দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ১ কোটি ১০ লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর মন্তব্য ও প্রতিক্রিয়া জমা পড়েছে ভিডিয়োয়। সকলেই ওই ক্রেনচালকের প্রতি সমবেদনা জানিয়েছেন।