xAI and X Deal

ফের বিক্রি হল টুইটার, দাম উঠল ৩,৩০০ কোটি ডলার, নিজের সংস্থা নিজেই কিনলেন ইলন মাস্ক

সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডলকে নিজেরই স্টার্ট আপ সংস্থা এক্সএআইয়ের কাছে বিক্রি করতে চলেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এর জন্য ৩,৩০০ কোটি ডলারের শেয়ার চুক্তি হবে বলে জানা দিয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ মার্চ ২০২৫ ১১:৩১
Elon Musk

ছবি: সংগৃহীত।

সমাজমাধ্যম প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) বিপ্লব আনছেন বিশ্বের অন্যতম ধনকুবের তথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিচেন ক্যাবিনেটের সদস্য ইলন মাস্ক। এ বার সেখানে যুক্ত হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই)। মাস্ক জানিয়েছেন, তাঁরই স্টার্ট আপ সংস্থা ‘এক্সএআই’ কিনতে চলেছে এক্স হ্যান্ডলকে। ‘‘এই দু’য়ের মিশ্রণে অপরিমাণ সম্ভাবনার দরজা খুলে যাবে বলে সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি।

Advertisement

এক্স হ্যান্ডেলকে কিনতে এক্সএআই খরচ করবে ৩,৩০০ কোটি ডলার। সমাজমাধ্যম প্ল্যাটফর্মটির ৬০ কোটির বেশি ব্যবহারকারী রয়েছেন। অন্যদিকে মাত্র দু’বছর আগে এক্সএআই চালু করেন মার্কিন ধনকুবের মাস্ক। তিনি জানিয়েছেন, এক্স হ্যান্ডেলের ভবিষ্যত আগামীদিনে এক্সএআইয়ের উপরে নির্ভর করবে।

সমাজমাধ্যমে করা পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ঘনিষ্ঠ এই শিল্পপতি লিখেছেন, ‘‘আজ আমরা আনুষ্ঠানিক ভাবে তথ্য, ব্যবসায়িক কাঠামো, পরিষেবা বিতড়ণ এবং প্রতিভাকে একত্রিত করার পদক্ষেপ নিচ্ছি। এক্স এবং এক্সএআই মিশে গিয়ে নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি হবে, যা মানব সভ্যতার অগ্রগতিকে তরান্বিত করবে।’’

দুই সংস্থার একীকরণ একটি স্টক চুক্তির মাধ্যমে সম্পন্ন হবে বলে জানা গিয়েছে। এর মধ্যে এক্সএআইয়ের বাজারমূল্য আট হাজার কোটি ডলার। এক্স হ্যান্ডেলের দাম উঠেছে ৩,৩০০ কোটি ডলার। সমাজমাধ্যম প্ল্যাটফর্মটির ১,২০০ কোটি ডলারের ঋণ রয়েছে, যা এর মোট বাজারমূল্যের সঙ্গে সম্পর্ক যুক্ত।

২০২২ সালের শেষের দিকে সমাজমাধ্যম প্ল্যাটফর্ম টুইটার কিনে নেন মাস্ক। ওই সময় ৪,৪০০ কোটি ডলার খরচ করেছিলেন তিনি। সংস্থাটির ঋণও এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল। টুইটার-চুক্তি সম্পন্ন হতেই সমাজমাধ্যম প্ল্যাটফর্মটির নাম বদল করে এক্স হ্যান্ডেল রাখেন তিনি। ঠিক তার পরের বছর (পড়ুন ২০২৩) এক্সএআই নামের স্টার্টআপের জন্ম দেয় মার্কিন ধনকুবের। এর জন্য কয়েক কোটি ডলার খরচ করে উচ্চমানের অনভিডিয়া চিপ কেনেন তিনি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে চ্যাটবটের সর্বশেষ সংস্করণ ‘গ্রক-৩’কে বাজারে আনে এক্সএআই। বিশেষজ্ঞদের দাবি, এর মাধ্যমে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এবং চিনের ডিপসেকের মতো কৃত্রিম মেধার প্রযুক্তিগুলিকে পিছনে ফেলতে চাইছেন মাস্ক। ‘গ্রক-৩’র জন্য পুরনো চ্যাটবটগুলি ইতিমধ্যেই প্রবল প্রতিযোগিতার মুখে পড়েছে।

‘গ্রক-৩’কে নিয়ে ইতিমধ্যেই নিজে প্রচার শুরু করেছেন মাস্ক। গত বছরের অগস্টে এর দ্বিতীয় সংস্করণকে বাজারে আনে এক্সএআই। মার্কিন ধনকুবেরের দাবি, পূর্বসূরির তুলনায় নতুন চ্যাটবটটি ১০গুণ বেশি শক্তিশালী। আর তাই ‘গ্রক-৩’কে কেন্দ্র করে ওপেনএআইয়ের প্রতিষ্ঠাতা সদস্য স্যাম অল্টম্যানের সঙ্গে মাস্কের বাণিজ্যিক লড়াই শুরু হয়েছে বলে দাবি করেছেন আর্থিক বিশ্লেষকেরা।

Advertisement
আরও পড়ুন