Karnataka

রেহাই পেলেন না ৭৫ বছরের বৃদ্ধাও! ফাঁকা ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ কর্নাটকে, ২৪ ঘণ্টা পর উদ্ধার

স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকতেন ৭৫ বছরের ওই বৃদ্ধা। অভিযোগ, রবিবার সকালে ওই যুবক বৃদ্ধার বাড়ি যান। পূর্বপরিচিত হওয়ায় দরজা খুলে দেন বৃদ্ধাও। অভিযোগ, এর পরেই তাঁকে ধর্ষণ করেন যুবক।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২৪ ১০:১১
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

৭৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ তাঁরই ক্ষেতে নিযুক্ত এক শ্রমিকের বিরুদ্ধে। রবিবার কর্নাটকের কালাবুর্গি জেলায় ঘটনাটি ঘটেছে। ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

মঙ্গলবার কালাবুর্গি জেলা পুলিশের তরফে খবরটি নিশ্চিত করেছেন চিঞ্চোলি থানার ডিএসপি সঙ্গমনাথ হিরেমত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক নির্যাতিতা বৃদ্ধার ক্ষেতে দিনমজুরের কাজ করতেন। অন্য দিকে, স্বামী মারা যাওয়ার পর থেকে বাড়িতে একাই থাকতেন ৭৫ বছরের ওই বৃদ্ধা। অভিযোগ, রবিবার সকাল ১০টা নাগাদ ওই যুবক বৃদ্ধার বাড়ি যান। পূর্বপরিচিত হওয়ায় দরজা খুলে দেন বৃদ্ধাও। এর পরেই ওই যুবক বৃদ্ধাকে ধর্ষণ করেন বলে অভিযোগ। তার পরই এলাকা ছেড়ে চম্পট দেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এর পর ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ওই ভাবেই পড়ে ছিলেন নির্যাতিতা। সোমবার সকালে হঠাৎ সন্দেহ হয় প্রতিবেশীদের। তাঁরাই ঘরে ঢুকে বৃদ্ধাকে উদ্ধার করে বিদার জেলা হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে সেখানেই ভর্তি করানো হয়েছে। শারীরিক পরীক্ষায় মিলেছে ধর্ষণের প্রমাণও। এর পরেই পুলিশে খবর দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

ঘটনার কথা প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪ (ধর্ষণ) ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে, অভিযুক্ত যুবক এখনও ফেরার। তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Advertisement
আরও পড়ুন