— প্রতিনিধিত্বমূলক চিত্র।
সোমবার গয়ার একটি ছ’বছরের শিশুকে অপহরণের ঘটনায় ঝাড়খণ্ডের দুই ব্যক্তি-সহ মোট চার জনকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার পুলিশের তরফে জানানো হয়েছে, অপহরণের মাত্র আট ঘণ্টার মধ্যেই ঘটনার কিনারা করেছে পুলিশ! পাশাপাশি, উদ্ধার করা হয়েছে অপহৃত শিশুকেও।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর নাম আরিয়ান। সোমবার বিকেলে হঠাৎ নিখোঁজ হয়ে যায় গয়ার ইমামগঞ্জের বারদিহ গ্রামের ওই শিশু। শিশুটির মায়ের অভিযোগ, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাইক-আরোহী দুই যুবক তাকে তুলে নিয়ে গিয়েছেন। এর পরেই থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ সুপার প্রেরণা কুমার এবং ইমামগঞ্জ মহকুমা পুলিশের আধিকারিক অমিত কুমারের নেতৃত্বে বিভিন্ন স্টেশন এবং জেলা গোয়েন্দা ইউনিটের আধিকারিকদের নিয়ে গড়া হয় বিশেষ তদন্তকারী দল (সিট)। এর পর অপহরণের মাত্র আট ঘণ্টার মধ্যে ঝাড়খণ্ডের পালামৌ জেলা থেকে অপহৃত শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
ঘটনায় ইতিমধ্যেই চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। মোবাইল টাওয়ারের সূত্র ধরে নারায়ণপুর গ্রাম থেকে অনুজ কুমার নামে এক ব্যক্তির খোঁজ পায় পুলিশ। অনুজকে জেরা করতেই উঠে আসে বাকিদের নাম। জেরায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে গয়া থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে ঝাড়খণ্ডের পালামৌ জেলার বিচকিলা পদ্মা গ্রামের একটি নির্মীয়মাণ বাড়ি থেকে অপহৃত শিশুকে উদ্ধার করে পুলিশ। সেখান থেকেই ধরা পড়েন বাকি তিন যুবক। শিশুটিকে অপহরণের পর মোটা অঙ্কের মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল তাঁদের। ধৃতদের নাম সৌরভ কুমার, পিন্টু কুমার এবং অবধ কুমার। তাঁদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন এবং একটি বাইকও বাজেয়াপ্ত করেছে পুলিশ।