— প্রতীকী চিত্র।
দু’বছরের শিশু চিৎকার করে কান্না জুড়েছিল। তার সামনেই ‘মুখে কাপড় বাঁধা’ তিন যুবক তার মাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার একটি গ্রামের ঘটনা। অভিযোগ পেয়ে পুলিশ পড়শি এক যুবককে রাতেই গ্রেফতার করেছে। সে দিনই গ্রামীণ হাওড়ার সাড়ে চার বছরের এক শিশুও যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ।
উত্তর ২৪ পরগনার ঘটনায় রাতেই ঘটনাস্থলে যান এক পুলিশকর্তা। জেলার আর এক পুলিশকর্তা বলেন, ‘‘মহিলার কাছ থেকে অভিযোগ পেয়ে এক জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।’’ বৃহস্পতিবার আদালতে হাজির করানো হলে বিচারক ধৃত যুবককে সাত দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, মহিলার স্বামী বুধবার রাতে বাড়িতে ছিলেন না। দু’বছরের সন্তানকে নিয়ে ঘুমিয়েছিলেন মহিলা। তাঁর অভিযোগ, রাত ১২টা নাগাদ কাপড়ে মুখ বাঁধা অবস্থায় তিন যুবক দরজা ভেঙে ঘরে ঢোকে। ভয় দেখিয়ে সন্তানের সামনেই তাঁর উপরে অত্যাচার চালায়। তাঁর কান্নাকাটি, বাচ্চার চিৎকার—থামাতে পারেনি ওই যুবকদের। এক সময়ে কাউকে কিছু না বলার ‘হুমকি’ দিয়ে পালিয়ে যায় যুবকেরা।
মহিলা স্বামীকে ফোনে সব জানান। স্থানীয় পুরপ্রতিনিধিকেও বিষয়টি জানানো হয়। রাতে পুলিশ গিয়ে মহিলাকে হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার মহিলা বিচারকের কাছে গোপন জবানবন্দি দেন।
অন্য দিকে, গ্রামীণ হাওড়ার শিশুটিকে যৌন নির্যাতনের অভিযোগে এক যুবককে বুধবার রাতে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায়, বুধবার দুপুরে একটি গ্রামে রাজমিস্ত্রির কাজ করতে যাওয়া ওই যুবক শিশুটিকে রাস্তায় খেলতে দেখে, নবনির্মিত একটি ঘরে নিয়ে গিয়ে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ। শিশুর গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। শিশুটি কান্নাকাটি করলে যুবক পালায়। পুলিশেঅভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। পুলিশ সুপার (হাওড়া গ্রামীণ) সুবিমল পাল জানান, তদন্ত শুরু হয়েছে।