Puja and Fasting Dates

শ্রাবণ মাসে একাদশী কবে? কবে ঝুলন? নাগপঞ্চমী কবে? উপবাস রাখার শুভ দিন কবে?

শ্রাবণ মাসের কোন দিনগুলিতে উপবাস পালন করতে পারবেন? কোন দিনগুলো বিশেষ পুজো করার জন্য শুভ, জেনে নিন।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৪ ১৪:১৩
Dates of puja and fasting on Bengali month Shravana 2024

—প্রতীকী ছবি।

শ্রীশ্রী হরিশয়নী একাদশী উপবাস-

Advertisement

১ শ্রাবণ, ১৭ জুলাই, বুধবার।

একাদশী তিথি শুরু ৩১ আষাঢ়, ১৬ জুলাই, মঙ্গলবার রাত্রি ৮টা ৩৫ মিনিটে।

একাদশী তিথি শেষ ১ শ্রাবণ, ১৭ জুলাই, বুধবার রাত্রি ৯টা ৩ মিনিটে।

গুরু পূর্ণিমা-

৪ শ্রাবণ, ২০ জুলাই, শনিবার।

পূর্ণিমা তিথি শুরু সন্ধ্যা ৬টা ১ মিনিটে। পূর্ণিমা তিথি শেষ ৫ শ্রাবণ, ২১ জুলাই, রবিবার বিকেল ৩টে ৪৭ মিনিটে।

শ্রীশ্রী নাগপঞ্চমী, মনসা ও অষ্টনাগ পুজো-

৯ শ্রাবণ, ২৫ জুলাই, বৃহস্পতিবার।

পঞ্চমী তিথি শেষ রাত্রি ১টা ৫৯ মিনিট।

কামিকা একাদশীর উপবাস-

১৫ শ্রাবণ, ৩১ জুলাই, বুধবার।

একাদশী তিথি শুরু ১৪ শ্রাবণ, ৩০ জুলাই, মঙ্গলবার বিকেল ৪টে ৪৬ মিনিটে। একাদশী তিথি শেষ ১৫ শ্রাবণ, ৩১ জুলাই, বুধবার দুপুর ৩টে ৫৬ মিনিটে।

অমাবস্যা-

১৯ শ্রাবণ, ৪ অগস্ট, রবিবার।

অমাবস্যা শুরু ১৮ শ্রাবণ, ৩ অগস্ট, শনিবার দুপুর ৩টে ৫২ মিনিট। অমাবস্যা তিথি শেষ ১৯ শ্রাবণ, ৪ অগস্ট, রবিবার বিকেল ৪টে ৪৩ মিনিট। অমাবস্যার ব্রতোপবাস। দুপুর ১টা ২৩ মিনিট থেকে ৪টে ৪৩ মিনিট পর্যন্ত ব্যতীপাতযোগ গঙ্গাস্নানে ত্রিকোটি কুলোদ্ধারণ ফল।

ষষ্ঠ পঞ্চমী ব্রত, নাগপঞ্চমী, শ্রীশ্রী মনসা ও অষ্টনাগ পূজা-

২৪ শ্রাবণ, ৯ অগস্ট, শুক্রবার।

পঞ্চমী তিথি শুরু ২৩ শ্রাবণ, ৮ অগস্ট, বৃহস্পতিবার রাত ১২টা ৩৮ মিনিট। পঞ্চমী তিথি শেষ ২৪ শ্রাবণ, ৯ অগস্ট, শুক্রবার রাত ৩টে ১৫ মিনিটে।

লুণ্ঠন ষষ্ঠী-

২৫ শ্রাবণ, ১০ অগস্ট, শনিবার।

ষষ্ঠী তিথি শুরু ২৪ শ্রাবণ, ৯ অগস্ট, শুক্রবার রাত ৩টে ১৬ মিনিটে। ২৫ শ্রাবণ, ১০ অগস্ট, শনিবার অহোরাত্র ষষ্ঠী তিথি।

শ্রী শ্রী কৃষ্ণের ঝুলনযাত্রা আরম্ভ-

৩১ শ্রাবণ, ১৬ অগস্ট, শুক্রবার।

একাদশী তিথি শুরু ৩০ শ্রাবণ, ১৫ অগাস্ট, বৃহস্পতিবার সকাল ১০টা ২৮ মিনিট। একাদশী তিথি শেষ ৩১ শ্রাবণ, ১৬ অগস্ট, শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
আরও পড়ুন
Advertisement