Nutmeg in Tea

ভাগ্য ফেরাতে অতিথির চায়ে মিশিয়ে দিন হেঁশেলের বিশেষ উপকরণ

অতিথি সেবাকে ভগবানের সেবার সঙ্গে তুলনা করা হয়। বাড়িতে আসা অতিথির চায়ের সঙ্গে যদি এই জিনিসটি খুব অল্প মাত্রায় মিশিয়ে দেওয়া যায় তা হলে খুব দ্রুত ভাগ্যের উন্নতি হতে পারে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৪ ১২:০৩
Mix nutmeg into guest’s tea for better luck

—প্রতীকী ছবি।

কথায় আছে অতিথি নারায়ণ। আমাদের প্রত্যেকের বাড়িতে কম-বেশি অতিথি এসেই থাকেন। অতিথিসেবাকে ঈশ্বরসেবার সঙ্গে তুলনা করা হয়। কথায় আছে, আমরা যদি অতিথিকে সন্তুষ্ট করতে পারি তা হলে ভগবান আমাদের ওপর সন্তুষ্ট থাকেন। আর ভগবানকে সন্তুষ্ট রাখতে কে না চায়।

Advertisement

বাড়িতে অতিথি এলে আমরা তাঁদের জন্য কিছু না কিছু জলখাবারের ব্যবস্থা করি, তা সে অতিথি যেটুকু সময়ের জন্যই আসুন না কেন। জলখাবার না পরিবেশন করলেও এক কাপ চা বাড়িতে আসা অতিথিকে আমরা দিয়েই থাকি। বাড়িতে আসা অতিথির চায়ের সঙ্গে যদি এই জিনিসটি খুব অল্প মাত্রায় মিশিয়ে দেওয়া যায়, তা হলে আমাদের ভাগ্যের দ্রুত উন্নতি হতে পারে।

দেখে নেওয়া যাক জিনিসটি কী—

বাড়িতে আসা অতিথিকে যখন চা দেবেন, তখন সেই চায়ের মধ্যে মিশিয়ে দিতে হবে খুব সামান্য পরিমাণে জায়ফল। আগে থেকে জায়ফল গুড়ো করে রাখতে হবে। সেই গুড়ো চা তৈরি হয়ে যাওয়ার পর মিশিয়ে দিতে হবে। এর ফলে ধীরে ধীরে ভাগ্যের নানা প্রকার সমস্যা সরে গিয়ে ভাগ্যের উন্নতি হতে শুরু করবে।

Mix nutmeg into guest’s tea for better luck

—প্রতীকী ছবি।

* তবে অবশ্যই মনে রাখতে হবে এই জায়ফল মেশানোর ফলে যেমন নিজের উন্নতি হবে ঠিক সেই প্রকার উন্নতি হবে অতিথিরও। এতে দুই পক্ষেরই উন্নতি হয়।

Advertisement
আরও পড়ুন