Dil To Pagal Hai

২৫ বছর পূর্ণ করল ‘দিল তো পাগল হ্যায়’, স্মৃতিকাতর সিনেপ্রেমীরা

রজতজয়ন্তী পূর্ণ করল যশ চোপড়া পরিচালিত জনপ্রিয় ছবি ‘দিল তো পাগল হ্যায়’। শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও করিশ্মা কাপুর অভিনীত ছবিটি নয়ের দশকে বলিউডে হিন্দি ছবির দর্শকমহলে সাড়া ফেলে দিয়েছিল।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৬:১৫
‘দিল তো পাগল হ্যায়’ ছবির একটি দৃশ্যে করিশ্মা কপূর, শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত।

‘দিল তো পাগল হ্যায়’ ছবির একটি দৃশ্যে করিশ্মা কপূর, শাহরুখ খান এবং মাধুরী দীক্ষিত। ছবি: সংগৃহীত

পঁচিশটি বসন্ত পেরিয়েও আজও দর্শক মনে অমলিন রাহুল, পূজা ও নিশার ত্রিকোণ প্রেমের আখ্যান। যশ চোপড়া পরিচালিত সেই বৈগ্রহিক ছবি ‘দিল তো পাগল হ্যায়’ রবিবার প্রেক্ষাগৃহে মুক্তির পঁচিশ বছর পূর্ণ করল। নয়ের দশকের শেষ দিকে মুক্তি পাওয়া ছবিটি সেই সময় দর্শকমহলে বিপুল সাড়া ফেলে দিয়েছিল। ছবির ঝুলিতে এসছিল তিনটি জাতীয় পুরস্কার।

ছবির প্রযোজনা সংস্থা এই বিশেষ মুহূর্তকে উদ্‌যাপন করতে নেটমাধ্যমে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করেছে। সেই ভিডিয়োতে ছবির অন্যতম জনপ্রিয় গান ‘দিল তো পাগল হ্যায়’-এর সঙ্গে কিছু বিশেষ দৃশ্যকে জায়গা দেওয়া হয়েছে। লেখা হয়েছে, "পঁচিশ বছর আগে রাহুল জিজ্ঞাসা করেছিল, ভালবাসা কী? তারপর ‘দিল তো পাগল হ্যায়’ প্রেম ও বন্ধুত্ব সম্পর্কে আমাদের প্রত্যেকর ধারণা বদলে দিয়েছিল!’’

Advertisement

রবিবার নেটমাধ্যমেও এই ছবি নিয়ে সিনেপ্রেমীরা নস্টালজিয়ায় ভেসেছেন। চোখে পড়েছে নানা স্মৃতিচারণ। কারও কথায়, ‘‘আমার কৈশোরকালের সঙ্গে এই ছবি জড়িয়ে রয়েছে। আজও ভুলতে পারিনি।’’ কেউ আবার লিখেছেন, ‘‘এই ছবিই আমার দেখা প্রথম হিন্দি ছবি। ছবিটি ভালবাসা সম্পর্কে আমার ধারণা পাল্ট দিয়েছিল।’’

এর পাশাপাশি স্মৃতিচারণ করেছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার শামক ডাবর। এই ছবির হাত ধরেই শামক তাঁর বলিউড কেরিয়ার শুরু করেছিলেন। তিনি সমাজমাধ্যমে লিখেছেন, ‘‘প্রথম কাজ সব সময়েই বিশেষ গুরুত্বের। আর তার সঙ্গে যখন যশ চোপড়ার মতো কিংবদন্তির নাম জড়িয়ে থাকে, তখন তা আরও স্পেশাল হয়ে ওঠে।’’

Advertisement
আরও পড়ুন