—ফাইল চিত্র।
কাজল পরতে ভালবাসেন অনেকেই। যাঁরা তেমন মেকআপ করতে পছন্দ করেন না, তাঁরাও বাড়ির বাইরে বেরোলে চোখে কাজলটুকু পরেন। রবি ঠাকুরের কবিতার নীল অঞ্জন না হোক, চোখে কালো কাজলের ছোঁয়া নিমেষে বদলে দেয় রূপ। মেয়েরা তা ভালই জানেন। তাই আর কিছু না হোক বাড়িতে একটি ভাল কাজল কেনা থাকে প্রায় সকলেরই।
একটা সময় ছিল যখন কাজল বাড়িতেই তৈরি করে পরা হত। সেই পদ্ধতিকে বলা হত ‘কাজল পাতা’। কাজল লতায় সংগ্রহ করে রাখা থাকত বাড়িতে পাতা সেই কাজল। এখন আর সেই দিন নেই। কাজল লতা হারিয়েছে। তবে চাইলে বাড়িতে কাজল এখনও তৈরি করতে পারেন আপনি।
কী ভাবে বানাবেন কাজল?
খুব সামান্য উপকরণেই কাজল বানিয়ে নেওয়া যায়।
উপকরণ
ঘি বা তিলের তেল, স্টিল বা রূপোর প্রদীপ, মোটা সলতে এবং তামার প্লেট
প্রণালী
তেল বা ঘি দিয়ে প্রদীপ জ্বালান। সলতেটি ভাল করে তেলে ডুবিয়ে দিন। প্রদীপের আলোর শিখার সামনে বা উপরে তামার প্লেট রাখুন। শিখা যেন তামার প্লেট স্পর্শ করে। সারা রাত ও ভাবেই প্রদীপ জ্বালিয়ে রাখলে সকালে দেখা যাবে প্লেটের উপরে কালো স্তর তৈরি হয়েছে। তাতে কয়েক ফোঁটা ঘি মিশিয়ে ভাল ভাব ঘষলে নরম পেস্ট তৈরি হবে। ওই মিশ্রণ একটি শিশিতে রেখে ফ্রিজে অন্তত ৩-৪ ঘণ্টা রেখে দিন। তা হলেই কাজল তৈরি।