Celebrity Birthday

শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রেমিকা! ক্যাটরিনার পরেই সলমনকে জন্মদিনের বার্তা ইউলিয়ার

জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কইফ। তার কিছু ক্ষণের মধ্যেই ভাইরাল ‘বর্তমান’ ইউলিয়া ভন্তুরের শুভেচ্ছাবার্তা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০২৪ ২০:৪০
সলমন খানের অতীত ক্যাটরিনা কইফ, বর্তমান ইউলিয়া ভন্তুর?

সলমন খানের অতীত ক্যাটরিনা কইফ, বর্তমান ইউলিয়া ভন্তুর? ছবি: ফেসবুক।

শিয়রে খুনের হুমকি, কিন্তু সলমন খান ভাবলেশহীন! কড়া নিরাপত্তায় মুড়ে তিনি মুম্বই ছেড়ে জামনগরে। পোশাকে, চলনে-বলনে ৫৯ বছরের ‘যুবক’ তিনি। কালো কোট ও রোদচশমায় আলাদাই জেল্লা। কারও ‘ভাই’ বহু জনের ‘জান’ কিন্তু দিব্যি প্রেমের জোয়ারে। তাঁকে জন্মদিনের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কইফ। তার কিছু ক্ষণের মধ্যেই ভাইরাল ‘বর্তমান’ ইউলিয়া ভন্তুরের শুভেচ্ছাবার্তা।

Advertisement

পরিবার এবং নিজের নিরাপত্তার কারণে অন্য বারের মতো দিনভর পার্টিতে মাততে পারেননি। তাতে কী! প্রাক জন্মদিনের নৈশবিহার কিন্তু জমজমাট। গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট সেজেছে কেবল তাঁর জন্য। আবাসনের অন্দরে লোকের ভিড়। নানা বয়সের মানুষ সেখানে হাজির। একদম খুদে থেকে অশীতিপরেরাও এ দিন উদ্যাপনের মেজাজে। রকমারি কেক উপচে পড়েছে টেবিলে। এই উদ্যাপনে সংযোজন ক্যাটরিনার বার্তা, “পৃথিবীর সমস্ত খুশি তোমার জন্য তোলা থাক। সমস্ত ইচ্ছে, স্বপ্ন ঈশ্বর পূরণ করুক। জন্মদিন তোমার মুখের হাসি বজায় রাখুক।”

পিছিয়ে নেই ইউলিয়াও। খান পরিবারের বড় মেয়ে অর্পিতা খানের ছেলে আর ভাইজানের জন্মদিনের তারিখ এক। হলিউড গায়িকা অদেখা সেই ছবি প্রকাশ্যে এনেছেন। ভাগ্নেকে কোলে নিয়ে ‘ভাইজান’। তাঁর চর্চিত ‘ব্রেসলেট’ নিয়ে খেলছে একরত্তি। ছবির নীচে দু’জনের জন্যই শুভচ্ছা জানিয়েছেন ইউলিয়া। তিনি যে খান পরিবারের সঙ্গে একাত্ম হয়ে উঠছেন, এই ছবি যেন তারই প্রমাণ।

Advertisement
আরও পড়ুন