Ananya Panday

বাবার পরামর্শে কাজের মাঝেই কাটবে জন্মদিন, নিজেই জানালেন অনন্যা

রবিবার ৩০ অক্টোবর অনন্যা পাণ্ডের জন্মদিন। তবে এই বিশেষ দিনে অভিনেত্রীর ছুটি নেই। ছবির ওয়ার্কশপে ব্যস্ত থাকবেন তিনি।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২২ ১৩:০৩
জন্মদিনের বিশেষ পরিকল্পনা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অনন্যা পাণ্ডে।

জন্মদিনের বিশেষ পরিকল্পনা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অনন্যা পাণ্ডে। ফাইল-চিত্র।

ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন সবে মাত্র কয়েক বছর। কিন্তু এর মধ্যেই অনন্যা পাণ্ডে যে পরিণতমনা হয়ে উঠেছেন, তার প্রমাণ পাওয়া গেল। রবিবার অভিনেত্রীর ২৪তম জন্মদিনেও কোনও ছুটি নেই।

এর আগে অনন্যা জানিয়েছিলেন যে, জন্মদিনের মাস তাঁর কাছে খুবই স্পেশ্যাল। কোনও না কোনও অনুষ্ঠান লেগেই থাকে। তা হলে আজকের দিনটা কী ভাবে কাটাবেন অনন্যা? অভিনেত্রীর কথায়, ‘‘যাঁদের ভালবাসি, তাঁদের সঙ্গেই দিনটা কাটাতে চাই। তার থেকেও বড় কথা, পরিবারের সকলে সুস্থ রয়েছেন বলে ঈশ্বরের কাছে আমি কৃতজ্ঞ।’’ সেই সঙ্গে অনন্যা আরও বলেন, ‘‘গত বছর এই দিনটায় ‘গেহরাইয়াঁ’ ছবির ডাবিং করছিলাম। এ বার আমার পরবর্তী ছবির ওয়ার্কশপের মধ্যে থাকব।’’

Advertisement

জন্মদিনের দিন কাজের মধ্যে থাকার পরামর্শ অনন্যাকে দিয়েছিলেন তাঁর বাবা চাঙ্কি পাণ্ডে। অনন্যার কথায়, ‘‘বাবা বলেন যে, জন্মদিনের দিন যদি কাজের মধ্যে কাটে, তাহলে সারা বছর ভাল সুযোগ আর ভাল কাজের মধ্যে দিয়ে কাটবে।’’

জন্মদিন মানেই নতুন কোনও প্রতিজ্ঞা। অনন্যা কি তা হলে আগামী বছেরর জন্য নিজেকে কোনও প্রতিশ্রুতি দিয়েছেন? অভিনেত্রী বলেছেন, ‘‘নিজেকে আরও বেশি চ্যালেঞ্জের সম্মুখীন করতে চাই। আরও বেশি পরিশ্রমী হতে চাই।’’

সম্প্রতি ‘লাইগার’ ছবিতে দেখা গিয়েছিল অনন্যাকে। ছবিটি বক্স অফিসে অসফল। অন্য দিকে অনন্যার সঙ্গে আদিত্য রায় কপূরের সঙ্গে গুঞ্জন ইদানীং মায়ানগরীর অন্যতম আলোচ্য বিষয়। জন্মদিন ‘কাছের মানুষ’দের সঙ্গেই কাটাতে চান অনন্যা। সেই তালিকায় আদিত্যর নাম রয়েছে কি না, সেটাই দেখার।

Advertisement
আরও পড়ুন