Samantha Ruth Prabhu

‘সিটাডেল’ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন! বদলে কোন দুই নায়িকাকে মনোনীত করেন সামান্থা?

২০২২ সালে নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে আনেন। অভিনেত্রী জানান, তিনি ‘মায়োসাইটিস’ নামে একটি অটো ইমিউন রোগে আক্রান্ত।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১২:৩৮
Samantha Ruth Prabhu begged Raj DK to let her leave Citadel Honey Bunny

‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজ়ের একটি দৃশ্যে সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।

রাজ-ডিকে পরিচালিত ‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজ়ে অ্যাকশন অবতারে দর্শককে চমকে দিয়েছেন সামান্থা রুথ প্রভু। এই সিরিজ়ে দক্ষিণী অভিনেত্রীকে একজন গুপ্তচরের চরিত্রে দেখেছেন দর্শক। তবে কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ় হওয়া সত্ত্বেও এক সময় ‘সিটাডেল’ থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন সামান্থা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছেন নায়িকা।

Advertisement

অনুরাগীরা জানেন, ২০২২ সালে ‘মায়োসাইটিস’ নামে একটি অটো ইমিউন রোগে আক্রান্ত হন সামান্থা। শুটিংয়ের সময় অসুস্থতার কারণেই এক সময় সিরিজ়টি থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘‘প্রথমে রাজি হই। কিন্তু পরে আমি পরিচালকদের বলি যে আমার পরিবর্তে অন্য কোনও অভিনেত্রীকে নির্বাচন করতে।’’

image of Kiara Advani and Kriti Sanon

(বাঁ দিকে) কিয়ারা আডবাণী। কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত।

নিজে সরে দাঁড়াতে চাইলেও, সামান্থা কিন্তু তাঁর পরিবর্তে অন্য দুই বলিউড অভিনেত্রীর নাম মনোনয়ন করেন। তাঁরা হলেন— কিয়ারা আডবাণী এবং কৃতি শ্যানন। সামান্থার কথায়, ‘‘আমি দু’জনের চারটে ছবি পরিচালকদের পাঠাই এবং তাঁদের হয়ে সুপারিশ করি।’’ কিন্তু পরিচালকেরা রাজি হননি। তাঁরা বানির চরিত্রে সামান্থাকেই পছন্দ করেছিলেন। সামান্থাকে দুই পরিচালক জানিয়ে দেন, যে তাঁরা কিয়ারা এবং কৃতিকে চেনেন। তাই আলাদা করে সামান্থাকে তাঁদের কোনও পরিচিতি না জানালেও চলবে।

সময়ের সঙ্গে মায়োসাইটিসের সঙ্গে লড়াই করে সামান্থা এখন অনেকটাই ভাল রয়েছেন। অভিনেত্রীর বেশ কিছু নতুন কাজ মুক্তির অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন
Advertisement